৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আরএসএস-এর হেড কোয়ার্টারে প্রধানমন্ত্রী মোদি

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 68

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আরএসএসের প্রধান দফতরে গেলেন নরেন্দ্র মোদি। প্রায় ১২ বছর পর রবিবার নাগপুরে রেশমবাগে হেডগেওয়ার স্মৃতিম¨ির (সংঘের সদর দফতর)-এ গেলেন মোদি। এদিন নাগপুরে পৌঁছেই প্রধানমন্ত্রী সোজা চলে যান স্মৃতিম¨িরে। হি¨ুত্ববাদী নেতা হিসেবে পরিচিত হেডগেওয়ার ও তাঁর উত্তরসুরি গোলওয়ালকরের স্মৃতিতে শ্রদ্ধা জানান মোদি। রেশমবাগ সফরে সর্বক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিশ ও আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরও পড়ুন: সিভিকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য

হেড কোয়ার্টার ঘুরে দেখার পর একটি বার্তাও লিখিতভাবে দিয়ে আসেন মোদি। সেই বার্তায় প্রধনমন্ত্রী লেখেন, ‘ভারতীয় সংহতি, জাতীয়তাবাদ ও সংঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল করুক।’ উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর আরএসএস দফতরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর আর যাননি। এবার অবশ্য সেই ‘ট্রাডিশন’ ভাঙলেন। বিরোধীরা অবশ্য কটাক্ষ করে বলছেন, মেরুকরণ, মুসলিম বিদ্বেষ তৈরি করে দেশকে বিভাজন করাই আরএসএস-এর লক্ষ্য। নরেন্দ্র মোদিও সেই লক্ষ্যেই কাজ করছেন। একাধিক সভাতেও তাঁকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ মন্তব্য করতে দেখা গিয়েছে। তাছাড়া সাম্প্রতিক নির্বাচনগুলিতে যেভাবে মোদিকে জেতাতে আরএসএস সক্রিয়ভাবে ময়দানে নেমেছিল তারই অভিন¨ন জানাতেই মোদির আরএসএস দফতরে যাওয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরএসএস-এর হেড কোয়ার্টারে প্রধানমন্ত্রী মোদি

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আরএসএসের প্রধান দফতরে গেলেন নরেন্দ্র মোদি। প্রায় ১২ বছর পর রবিবার নাগপুরে রেশমবাগে হেডগেওয়ার স্মৃতিম¨ির (সংঘের সদর দফতর)-এ গেলেন মোদি। এদিন নাগপুরে পৌঁছেই প্রধানমন্ত্রী সোজা চলে যান স্মৃতিম¨িরে। হি¨ুত্ববাদী নেতা হিসেবে পরিচিত হেডগেওয়ার ও তাঁর উত্তরসুরি গোলওয়ালকরের স্মৃতিতে শ্রদ্ধা জানান মোদি। রেশমবাগ সফরে সর্বক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিশ ও আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরও পড়ুন: সিভিকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য

হেড কোয়ার্টার ঘুরে দেখার পর একটি বার্তাও লিখিতভাবে দিয়ে আসেন মোদি। সেই বার্তায় প্রধনমন্ত্রী লেখেন, ‘ভারতীয় সংহতি, জাতীয়তাবাদ ও সংঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল করুক।’ উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর আরএসএস দফতরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর আর যাননি। এবার অবশ্য সেই ‘ট্রাডিশন’ ভাঙলেন। বিরোধীরা অবশ্য কটাক্ষ করে বলছেন, মেরুকরণ, মুসলিম বিদ্বেষ তৈরি করে দেশকে বিভাজন করাই আরএসএস-এর লক্ষ্য। নরেন্দ্র মোদিও সেই লক্ষ্যেই কাজ করছেন। একাধিক সভাতেও তাঁকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ মন্তব্য করতে দেখা গিয়েছে। তাছাড়া সাম্প্রতিক নির্বাচনগুলিতে যেভাবে মোদিকে জেতাতে আরএসএস সক্রিয়ভাবে ময়দানে নেমেছিল তারই অভিন¨ন জানাতেই মোদির আরএসএস দফতরে যাওয়া।