বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিকের বোতল, প্যাকেট! ভাইরাল ভিডিও

- আপডেট : ২৮ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: যাত্রা শুরু হওয়ার পর থেকেই নানা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। বহু জায়গাতেই এই ট্রেনকে লক্ষ্য করে ইট, পাটকেল, ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। এবার সেই ট্রেনের কামরার মধ্যে একরাশ আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার ভিডিও ভাইরাল হল। সেই ভিডিওতে দেখা গেছে, ট্রেনের ভিতরের করিডরে যাতায়াতের পথে পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, প্যাকেট, খাবারের খালি বাক্স।
সোশ্যাল মিডিয়ার ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস) অফিসার অবনীশ শরণ। আইএএস অফিসারের শেয়ার করা এই ভিডিওতে দেখা গেছে, বন্দে ভারত এক্সপ্রেসের করিডরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, খালি খাবারের প্যাকেট, প্লাস্টিক ব্যাগ। এক সাফাই কর্মী সেগুলি ঝাড়ু হাতে পরিষ্কার করছেন। এই ভিডিওটির ক্যাপশন দিয়েছেন ‘উই দ্য পিপল’।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই নেটিজেনরা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ‘স্যার, আমাদের দেশে মানুষ তাদের কর্তব্য না জানলেও তাদের অধিকার নিশ্চয়ই জানে। মানুষের উচিত পরিচ্ছন্নতার দিকে নিজে থেকে উদ্যোগ নেওয়া।’
অপর এক নেটিজেন লিখেছেন, আমরা আরও ভালো সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো সব সময় চাই। কিন্তু আমাদের দেশের লোকেরা জানে না সেগুলি পাওয়ার পর কিভাবে সেটিকে যত্ন আর পরিষ্কার রাখতে হয়’।
এক নেট ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা যদি নিজেদের দায়িত্ব নিজে থেকে না বুঝি, তাহলে কিছুই পরিবর্তন হবে না। মানুষকে বুঝতে হবে কিভাবে জাতিকে সুস্থ রাখতে হয়’।
এই মাসের শুরুর দিকেও সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে আবর্জনার চিত্র ধরা পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি যখন বিশাখাপত্তনমে পৌঁছেছিল, তখন কোচগুলি খুব নোংরা ছিল। সাফাই কর্মীরা সেগুলি পরিষ্কার করছিলেন।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অনুপ সতপথী (ওয়াল্টেয়ার ডিভিশন) বলেছেন, ‘পরিচ্ছন্নতা হল নিজের কাছে। তাই নাগরিকদের ট্রেন পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের নিজেদের নিতে হবে, কারণ এটি দেশের সম্পত্তি’।