শহরে হাউজিং সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পিআইবির

- আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক:কলকাতায় মুসলিমদের হাউজিং সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল বা পিআইবি। গত শুক্রবার মুখ্যমন্ত্রীকে পিআইবি-র পক্ষ থেকে ড. মানাজাত আলি বিশ্বাস লিখেছেন বর্তমান সরকারের ওবিসি সংরক্ষণ নীতির সুফল হিসাবে দীর্ঘদিন পর একটি ছোট্ট মুসলিম চাকরিজীবী মধ্যবিত্ত শ্রেণি তৈরি হয়েছে। তার জন্য আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাই। ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, আমরা আশা রাখি ওবিসির আইনি জটিলতা দূর করে খুব শীঘ্রই রাজ্য সরকার পশ্চিমবাংলায় সংখ্যালঘু সংরক্ষণ ব্যবস্থা করে পুনরায় যথাযথভাবে বাস্তবায়িত করবে। তিনি লেখেন সরকারি চাকরির সুবাদে বাংলার মুসলিম সমাজের বহু ব্যক্তি কলকাতা সংলগ্ন এলাকায় বসবাসে আগ্রহী হয়ে উঠেছে।
হিডকোর লটারির যথাসামান্য কয়েকটি পরিবার বসবাসের জন্য সোসাইটির মাধ্যমে প্লট পেলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য সরকার যদি এরিনার আদলে রাজারহাট নিউটাউন এলাকায় সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তত্ত্বাবধানে সংখ্যালঘুদের জন্য হাউজিং কমপ্লেক্সের ব্যবস্থা করে তাহলে বিশেষভাবে উপকৃত হবে। কমপ্লেক্সে অন্তত ৫০০ পরিবারের থাকার ব্যবস্থা করলে মধ্যবিত্ত শ্রেণির মুসলিমরা আরও বিশেষভাবে উপকৃত হবে। পিআইবি-র পক্ষ থেকে দাবি করা হয় বাংলার মুসলিম সমাজ থেকে উঠে আসা বিজ্ঞানী ও গবেষক, চিকিৎসক, আইনজীবী, অধ্যাপক, অবসরপ্রাপ্ত অফিসার, সর্বস্তরের উচ্চশিক্ষিত ও মার্জিত মানুষদের নিয়ে পিআইবি সচেতনতার কাজ করছে। পিআইবি-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হয় হাউজিং সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিলে বৃহত্তর উপকৃত হবেন মধ্যবিত্ত সংখ্যালঘুরা।