নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তিহার জেলে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের। সূত্রের খবর, তিহারে অনির্দিষ্টকালের জন্যে অনশন করছেন রাশিদ। শুক্রবার তাঁর অনশনের অষ্টম দিন ছিল। এদিন রাশিদকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এদিন চিকিৎসা চলছে আওয়ামি ইত্তিহাদ পার্টির (এআইপি) এই সাংসদের।
এদিন এআইপির তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অনশনরত দলীয় সাংসদের শারীরিক অবস্থার অবনতির খবর জানানো হয়েছে। এআইপি নেতা ইনাম আন নবি বলেছেন, দলের তরফে রাশিদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছি। এব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসঙ্গত, তিহারে বন্দি সংসদের বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্যে জামিন চেয়েছিলেন জম্মু কাশ্মীরের বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদ। তবে সেই আবেদন গ্রাহ্য হয়নি। এরপর থেকে অনশনরত তিনি।