০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের ভুয়ো তথ্য বিশ্বাসে পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা

কিবরিয়া আনসারি
  • আপডেট : ১০ নভেম্বর ২০২৪, রবিবার
  • / 55

বিশেষ প্রতিবেদক: মানুষের পা চাঁদে পড়েনি, পৃথিবী সমতল। এমন অনেক উদ্ভট ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট দুনিয়াতে আলোচিত। বিভিন্ন সময় এ ধরনের বিভিন্ন ভুয়ো তথ্যের প্রচার দেখা যায় অনলাইন দুনিয়াতে। নতুন এক গবেষণা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক ব্যবহারের কারণে ভুয়ো তথ্যের বিষয়ে মানুষের বিশ্বাসে পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল মানুষের বিশ্বাসে পরিবর্তন আনতে সক্ষম।

গবেষকেরা দেখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ভুয়ো তথ্য বিশ্বাস করার প্রবণতায় পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে চলতে থাকা ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে। বিজ্ঞানী থমাস কস্টেলোরের গবেষণায় জানা যায়, এআই প্রকৃতপক্ষে সমালোচনামূলক চিন্তাভাবনাকে কার্যকরভাবে প্রচার করে। সত্যের মতো শুনতে শোনায়, এমন ঘটনার পাল্টা যুক্তির বিরুদ্ধে কাজ করে এআই।

বিজ্ঞানীরা ডিবাংকবট নামের একটি এআই সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্যের বিষয়ে ২ হাজার ১৯০ ব্যক্তির ওপর জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীরা নিজেদের বিশ্বাস করা বিভিন্ন ভুয়া তথ্য এআইয়ের কাছে প্রকাশ করেন। এআই ও মানুষের মধ্যে তখন তিন দফা কথোপকথন চালানো হয়। এআইয়ের সঙ্গে আলাপের পর যাঁরা ভুয়া তথ্য বিশ্বাস করতেন, তাঁদের বিশ্বাসের মাত্রায় পরিবর্তন দেখা যায়। প্রতি চারজনের মধ্যে একজন অংশগ্রহণকারী নিজেদের পুরোনো বিশ্বাস থেকে সরে আসেন।

Tag :

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানুষের ভুয়ো তথ্য বিশ্বাসে পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, রবিবার

বিশেষ প্রতিবেদক: মানুষের পা চাঁদে পড়েনি, পৃথিবী সমতল। এমন অনেক উদ্ভট ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট দুনিয়াতে আলোচিত। বিভিন্ন সময় এ ধরনের বিভিন্ন ভুয়ো তথ্যের প্রচার দেখা যায় অনলাইন দুনিয়াতে। নতুন এক গবেষণা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক ব্যবহারের কারণে ভুয়ো তথ্যের বিষয়ে মানুষের বিশ্বাসে পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল মানুষের বিশ্বাসে পরিবর্তন আনতে সক্ষম।

গবেষকেরা দেখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ভুয়ো তথ্য বিশ্বাস করার প্রবণতায় পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে চলতে থাকা ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে। বিজ্ঞানী থমাস কস্টেলোরের গবেষণায় জানা যায়, এআই প্রকৃতপক্ষে সমালোচনামূলক চিন্তাভাবনাকে কার্যকরভাবে প্রচার করে। সত্যের মতো শুনতে শোনায়, এমন ঘটনার পাল্টা যুক্তির বিরুদ্ধে কাজ করে এআই।

বিজ্ঞানীরা ডিবাংকবট নামের একটি এআই সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্যের বিষয়ে ২ হাজার ১৯০ ব্যক্তির ওপর জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীরা নিজেদের বিশ্বাস করা বিভিন্ন ভুয়া তথ্য এআইয়ের কাছে প্রকাশ করেন। এআই ও মানুষের মধ্যে তখন তিন দফা কথোপকথন চালানো হয়। এআইয়ের সঙ্গে আলাপের পর যাঁরা ভুয়া তথ্য বিশ্বাস করতেন, তাঁদের বিশ্বাসের মাত্রায় পরিবর্তন দেখা যায়। প্রতি চারজনের মধ্যে একজন অংশগ্রহণকারী নিজেদের পুরোনো বিশ্বাস থেকে সরে আসেন।