কলকাতাMonday, 12 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

‘জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী আমির খানের মতো মানুষ, এবার উনি তৃতীয় স্ত্রীয়ের খোঁজে আছেন,’ বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

asim kumar
July 12, 2021 3:11 pm
Link Copied!


পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের বিখ্যাত মানুষদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার স্বভাব আছে বিজেপি নেতা মন্ত্রীদের। এবার সেই একইভাবে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের মান্ডসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। এই সাংসদের মন্তব্য, দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী আমির খান। কারণ আমির এবার তৃতীয় স্ত্রী খুঁজছেন। আগেও বহুবার নানান ধরনের মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন এই বিজেপি সাংসদ। মধ্যপ্রদেশের মান্ডসৌরের এই বিজেপি সাংসদ সুধীর গুপ্ত তীব্র কটাক্ষের সুরে বলেছেন, দেশের এই লাগামছাড়া জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী আমির খানের মতো মানুষ।
রবিবার বিশ্ব জনসংখ্যা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল। বিজেপি সাংসদের অভিযোগ, জনসংখ্যা ১৪০ কোটি ছুঁতে চললেও দেশে জমির পরিমাণ এতটুকু বাড়েনি৷ দেশভাগের সময় পাকিস্তান বিপুল পরিমাণ জমি পেয়েছিল৷ সেই তুলনায় অনেক কম মানুষ পাকিস্তানে গিয়েছিলেন৷ পরে আবার তার মধ্যে থেকেও কিছু মানুষ ভারতে ফিরে আসে৷ কিন্তু তার বদলে ভারত কোনও জমি পায়নি৷’ তারপরেই অভিনেতা আমির খানের প্রতি কটাক্ষের সুরে বিজেপি সাংসদ সুধীর গুপ্তের বক্তব্য, ‘একবার ভারতের দিকেই তাকিয়ে দেখুন। আমির খানের মতো একজন অভিনেতা প্রথমে তিনি তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা ও সন্তানদের ছেড়ে দিলেন৷ তার পর দ্বিতীয় স্ত্রী কিরণ এবং তাঁর সন্তানকেও ত্যাগ করলেন৷ এতে অবশ্য ওঁনার কিছু যায় না৷ কারণ আমির খান এবার তৃতীয় স্ত্রীয়ের সন্ধানে আছেন’।
সম্প্রতি, কয়েকদিন আগেই বলিউডের খ্যাতমানা অভিনেতা আমির খান তাঁর বিবাহ বিচ্ছেদের সিন্ধান্তের কথা ঘোষণা করেন। তবে আমির ও তার স্ত্রী কিরণ জানান, দুজনেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। বিগত ১৫ বছর ধরে তারা ভালোই ছিলেন। তবে এই বিচ্ছেদ তাদের সন্তানের জীবনে কোনও প্রভাব ফেলবে না। দুজনেই তাদের সন্তানের দায়িত্ব পালন করবেন। এর পরেই এই কথার জের টেনে সরব হতে দেখা গেল মান্ডসৌরের বিজেপি সাংসদ সুধীর গুপ্তকে।
উল্লেখ্য, প্রায়শই বিজেপি নেতা মন্ত্রীদের মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়াতে দেখা গেছে। ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার মৃত্যুতে শোকবার্তা জানিয়ে ট্যুইট করে বিতর্কে জড়ান বিজেপি নেতা অরুণ যাদব। অরুণ যাদব ট্যুইটারে লেখেন, ‘মুহাম্মদ ইউসুফ খান ( দিলীপ কুমার ) যিনি হিন্দু নাম ধার করে ফিল্ম জগতে টাকা রোজগার করেছেন, তাঁর মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অপূরণীয় ক্ষতি। পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মাকে ঈশ্বর শান্তি দিক’। বিজেপি নেতার এই ধরনের ট্যুইটের কড়া জবাব দেন শিবসেনা নেত্রী তথা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।