পুবের কলম প্রতিবেদকঃ টেটে উত্তীর্ণ হওয়া মানে চাকরি পাওয়া নয়, যোগ্য প্রার্থীরা নিশ্চয়ই চাকরি পাবেন। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের হাজী মুহাম্মদ মহসিন স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বৃহস্পতিবার চাকরির দাবিতে শিক্ষা দফতর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান কিছু চাকরিপ্রার্থী। এই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, এসএসসি-র মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ হয়েছে। কিছু প্রার্থীর গরমিলের জন্য আদালত কিছু প্রার্থীকে বরূাস্তের নির্দেশ দেয়।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের বিষয়টি দেখতে এসএসসি। কিছু সমস্যা হতে পারে। বিষয়গুলি খতিয়ে দেখছে এসএসসি।
এ দিকে দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল খুলছে। করোনা প্রকোপও বাড়ছে। এই নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে করোনা মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই স্কুলে ক্লাস চলছে। কোনও অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য সরকার শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর। শিক্ষক নিয়োগে অনেক মামলা হয়েছে। সেই মামলা কাটিয়ে নিয়োগের চেষ্টা হচ্ছে। আগামী দু’মাসে সমস্ত জট কাটিয়েই এসএসসিতে নিয়োগ হবে।