৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

চামেলি দাস
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 48

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগো বিমানে বৃদ্ধার মৃত্যু। মুম্বইয়ের ছত্রপতি সম্ভাজিনগরে জরুরি অবতরণ বিমানের। সোমবার বিমানের এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলার বয়স ৮৯ বছর। বৃদ্ধার মৃত্যুর পর ছত্রপতি সম্ভাজিনগরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করে। রবিবার রাতে মুম্বই-বারাণসীগামী বিমানটি চিকালথানা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে তিনি জানান।   বৃ্দ্ধা উত্তরপ্রদেশের মির্জাপুরে বাসিন্দা।নাম সুশীলা দেবী। তিনি মুম্বই থেকে বিমানে উঠেছিলেন।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে মার্কেটিং কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, নিজের বাড়িতেই মিলল দেহ

মাঝ আকাশে অসুস্থ বোধ করেন তিনি। রাত দশটা নাগাদ চিকিৎকার জন্য বিমানটিকে চিকালথানা বিমানবন্দরে অবতরণ করা হয়। অবতরণের সময় একটি মেডিক্যাল দল বৃদ্ধাকে পরীক্ষা করে। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানায় মেডিক্যাল টিম।  এমআইডিসি সিডকো পুলিশ স্টেশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে   বিমানটিকে বারাণসীর উদ্দেশ্যে রওনা করে দেয় বলে বিমান সূত্রে খবর।বিমান সংস্থা জানিয়েছেন, বৃদ্ধার দেহ ছত্রপতি সম্ভজিনগরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগো বিমানে বৃদ্ধার মৃত্যু। মুম্বইয়ের ছত্রপতি সম্ভাজিনগরে জরুরি অবতরণ বিমানের। সোমবার বিমানের এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলার বয়স ৮৯ বছর। বৃদ্ধার মৃত্যুর পর ছত্রপতি সম্ভাজিনগরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করে। রবিবার রাতে মুম্বই-বারাণসীগামী বিমানটি চিকালথানা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে তিনি জানান।   বৃ্দ্ধা উত্তরপ্রদেশের মির্জাপুরে বাসিন্দা।নাম সুশীলা দেবী। তিনি মুম্বই থেকে বিমানে উঠেছিলেন।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে মার্কেটিং কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, নিজের বাড়িতেই মিলল দেহ

মাঝ আকাশে অসুস্থ বোধ করেন তিনি। রাত দশটা নাগাদ চিকিৎকার জন্য বিমানটিকে চিকালথানা বিমানবন্দরে অবতরণ করা হয়। অবতরণের সময় একটি মেডিক্যাল দল বৃদ্ধাকে পরীক্ষা করে। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানায় মেডিক্যাল টিম।  এমআইডিসি সিডকো পুলিশ স্টেশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে   বিমানটিকে বারাণসীর উদ্দেশ্যে রওনা করে দেয় বলে বিমান সূত্রে খবর।বিমান সংস্থা জানিয়েছেন, বৃদ্ধার দেহ ছত্রপতি সম্ভজিনগরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।