SSKM-এ নয় ভুবনেশ্বর চিকিৎসা হবে পার্থ চট্টোপাধ্যায়ের, সোমবার সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে পাড়ি

- আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবেনেশ্বরের এইমসে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাবে ইডির আধিকারিকরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই মর্মে আজ রবিবার রাতেই নির্দেশ বিচারপতি বিবেক চৌধুরীর।
এসএসকেএম থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সে থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী জওয়ান, চিকিৎসক, নার্স, আসামি পক্ষের আইনজীবী এবং ইডির আধিকারিকরা।
আগামীকাল ব্যাংকশাল আদালতের শুনানি ভার্চুয়ালি হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভুবনেশ্বর এইমসের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ইডি মেইল করে আদালতে পাঠাবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত।
পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। রাতেই শুনানির আর্জি।