৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিকের নয়া সূচি ঘোষণা করল সংসদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 11

পুবের কলম প্রতিবেদকঃ সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (জেইই-মেন) জন্য শুধুমাত্র তিনদিনের পরীক্ষার সূচিতে হেরফের করা হল। এগিয়ে আনা হল একদিনের পরীক্ষা। বাকি দু’দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।

সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগের সূচির মতোই আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তবে সর্বভারতীয় জয়েন্টের জন্য পরীক্ষার ‘গ্যাপ’ দিয়ে দিনক্ষণ করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল কেমিস্ট্রি,  জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি পরীক্ষা ছিল। তা এগিয়ে আনা হচ্ছে। ১৩ এপ্রিল হবে সেই বিষয়গুলির পরীক্ষা। যেদিন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি বিষয়েরও পরীক্ষা হবে। আবার ১৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে আগামী ২৫ এপ্রিল। ২০ এপ্রিল যে অর্থনীতি পরীক্ষা ছিল,  তা পিছিয়ে ২৬ এপ্রিল হবে।

উল্লেখ্য,  প্রাথমিকভাবে সংসদ জানিয়েছিল, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। যদিও গত সপ্তাহে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (নটি) তরফে জানানো হয়, চলতি বছর দু’বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। পরের মাসে তথা মে’তে হবে দ্বিতীয় দফার পরীক্ষা। সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থার তরফে বলা হয়, ‘আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।’

এনটি-এর তরফে বলা হয়,  ‘আজ (১ মার্চ) থেকেই জেইই-মেন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম সেশনের জেইই-মেন পরীক্ষার আবেদন জানানোর শেষদিন হল ৩১ মার্চ। হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম,  মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।’

উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে

পরিচালনা করা যায়,  তার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

 

উচ্চ মাধ্যমিকের নয়া সূচি

 

২ এপ্রিল (শনিবার): – বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।

৪ এপ্রিল (সোমবার): – ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।

৫ প্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।

৬ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।

৮ এপ্রিল (শুক্রবার): অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

৯ এপ্রিল (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

১১ এপ্রিল (সোমবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

১৩ এপ্রিল (বুধবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।

১৮ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।

২৫ এপ্রিল (সোমবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সেই পরীক্ষা ১৮ এপ্রিল ছিল।

২৬ এপ্রিল (বুধবার): ইকোনকিমস। এই পরীক্ষা ২০ এপ্রিল ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চ মাধ্যমিকের নয়া সূচি ঘোষণা করল সংসদ

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (জেইই-মেন) জন্য শুধুমাত্র তিনদিনের পরীক্ষার সূচিতে হেরফের করা হল। এগিয়ে আনা হল একদিনের পরীক্ষা। বাকি দু’দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।

সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগের সূচির মতোই আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তবে সর্বভারতীয় জয়েন্টের জন্য পরীক্ষার ‘গ্যাপ’ দিয়ে দিনক্ষণ করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল কেমিস্ট্রি,  জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি পরীক্ষা ছিল। তা এগিয়ে আনা হচ্ছে। ১৩ এপ্রিল হবে সেই বিষয়গুলির পরীক্ষা। যেদিন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি বিষয়েরও পরীক্ষা হবে। আবার ১৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে আগামী ২৫ এপ্রিল। ২০ এপ্রিল যে অর্থনীতি পরীক্ষা ছিল,  তা পিছিয়ে ২৬ এপ্রিল হবে।

উল্লেখ্য,  প্রাথমিকভাবে সংসদ জানিয়েছিল, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। যদিও গত সপ্তাহে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (নটি) তরফে জানানো হয়, চলতি বছর দু’বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। পরের মাসে তথা মে’তে হবে দ্বিতীয় দফার পরীক্ষা। সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থার তরফে বলা হয়, ‘আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।’

এনটি-এর তরফে বলা হয়,  ‘আজ (১ মার্চ) থেকেই জেইই-মেন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম সেশনের জেইই-মেন পরীক্ষার আবেদন জানানোর শেষদিন হল ৩১ মার্চ। হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম,  মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।’

উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে

পরিচালনা করা যায়,  তার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

 

উচ্চ মাধ্যমিকের নয়া সূচি

 

২ এপ্রিল (শনিবার): – বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।

৪ এপ্রিল (সোমবার): – ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।

৫ প্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।

৬ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।

৮ এপ্রিল (শুক্রবার): অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

৯ এপ্রিল (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

১১ এপ্রিল (সোমবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

১৩ এপ্রিল (বুধবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।

১৮ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।

২৫ এপ্রিল (সোমবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সেই পরীক্ষা ১৮ এপ্রিল ছিল।

২৬ এপ্রিল (বুধবার): ইকোনকিমস। এই পরীক্ষা ২০ এপ্রিল ছিল।