পুবের কলম, ওয়েবডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সংসদ। সোমবার এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন জানানো হল। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৭ মার্চ। শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল, শেষ হচ্ছে ২০ এপ্রিল।
একই দিনে একাদশ ও দ্বাদশের পরীক্ষা জানাল সংসদ।
২০২২-এর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি
২০২২-এর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি
সময়-(১১.৪৫ থেকে ৩ টা)
বার/ তারিখ / বিষয়
সোমবার ৭ মার্চ-প্রথম ভাষা
মঙ্গলবার ৮ মার্চ – ইংরাজী/ দ্বিতীয় ভাষা
বুধবার ৯ মার্চ – ভূগোল
শুক্রবার ১১ মার্চ- ইতিহাস
শনিবার ১২ মার্চ -জীবন বিজ্ঞান
সোমবার ১৪ মার্চ – গণিত
মঙ্গলবার ১৫ মার্চ – ভৌত বিজ্ঞান
বুধবার ১৬ মার্চ- ঐচ্ছিক বিষয়
২০২২-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি
সময়( ১০.০০ থেকে ১.১৫ টা)
তারিখ/ বার/ বিষয়
২ এপ্রিল, শনিবার -বাংলা– ইংরাজী– হিন্দি– নেপালি– উর্দু– সাঁওতালি– উড়িয়া– তেলেগু– গুজরাতি– পঞ্জাবি
৪ এপ্রিল, সোমবার- ইংরাজী– বাংলা– হিন্দি– নেপালি– অলটারনেটিভ ইংরাজী–
৫ এপ্রিল, মঙ্গলবার- ভোকেশনাল বিষয়
৬ এপ্রিল, বুধবার- বাইলোজিক্যাল সায়েন্স– বিজনেস স্টাডিজ– রাষ্ট্রবিজ্ঞান
৮ এপ্রিল, শুক্রবার- গণিত– সাইকোলজি– অ্যানথ্রপলজি– কৃষিবিদ্যা– ইতিহাস
৯ এপ্রিল, শনিবার- কম্পিউটার সায়েন্স– মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন– পরিবেশবিদ্যা– হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন– মিউজিক– ভিজুয়াল আর্টস
১১ এপ্রিল, সোমবার- ফিজিক্স– নিউট্রেশন– এডুকেশন– অ্যাকাউনটেন্সি
১৩ এপ্রিল, বুধবার- বাণিজ্যিক আইন ও হিসাবরক্ষা– দর্শন– সমাজবিদ্যা
১৬ এপ্রিল, শনিবার- রসায়ন– সাংবাদিকতা ও গণজ্ঞাপন– সংস্কৃতি, আরবি– পার্সি
১৮ এপ্রিল, সোমবার- রাশিবিজ্ঞান– ভূগোল– কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন ইত্যাদি
২০ এপ্রিল, বুধবার- অর্থনীতি
১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল।
হোম সেন্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।