কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজারহাটে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট

- আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার
- / 7
পুবের কলম প্রতিবেদক: রাজারহাটে মোটের উপর শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট মিটলো৷ মনোনয়ন জমায় যে রাজারহাট অবাধ শান্তি দেখেছিল, ভোটের দিন সেই রাজারহাট গেল অশান্তির পথে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজারহাটের অদূরে ভাঙড়ের অশান্তিকেও ছাপিয়ে গেছে রাজারহাটের অশান্তি৷ পাঁচটি পঞ্চায়েত ভোটে বোমা, গুলিবর্ষণ, হুমকি, বুথ দখল, ছাপ্পা, ব্যালট বক্স ছিনতাই, বহিরগাত আনাগোনা সবই সন্ত্রাস দেখলো রাজারহাটবাসী৷
শনিবার রাজারহাটে পাঁচটি পঞ্চায়েতে ভোট সন্ত্রাসের চিত্র উঠে এসেছে৷ এদিন সকালে নিউ টাউন এপিজে আবদুল কালাম গভারমেন্ট কলেজ বুথে কেন্দ্রেরে ভোটাদের প্রবেশে বাধার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ জ্যাংড়া হাতিয়াড়া পঞ্চায়েতের ২৭১ ও ২৭২ নম্বর বুথের সিপিএম ও বিজেপি প্রার্থীর এজেন্টদের মারধোর৷ তা নিয়ে শাসক দলের সঙ্গে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাতেন্ডা ১৩৬ ও ১৩৭ নম্বর বুথের সিপিএমের প্রার্থী ও বুথ এজেন্টকে মারধোররের অভিযোগ ওঠে গ্রামসভার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে৷ পাথরঘাটার ২৩৫, ২৩৬ এবং ২৩৯ নম্বর বুথে বহিরাগতের তাণ্ডব৷ মারধোর৷ বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতর বসিনা, মুহাম্মাদপুর একাধিক বুথে বহিরাগত দাপট৷ বুথে সন্ত্রাস৷ ভোট লুঠের অভিযোগ৷
এদিন, সকালে ভোটগ্রহণ কেন্দ্র খোলা আগে বাহিনী মোতায়নের দাবিতে সোচ্চার হয়ে যৌথভাবে বিক্ষোভ দেখাল শাসক-বিরোধী সিপিএম, কংগ্রেস ও নির্দলের প্রার্থীরা৷ আর এতেই পাথরঘাটা পঞ্চায়েতের বালিগড়ি গ্রামের ২২৪, ২২৫, ২২৬, ২৩১ ও ২৩২ নম্বর বুথে ভোট শুরু হয়ে অনেকটাই দেরিতে অর্থাৎ সকাল ১১ টা নাগাদ৷ পুলিশ জানিয়েছে, বিক্ষোভ হঠিয়ে বাহিনী মোতায়ন করে ভোট শুরু করা হয়৷ রাত পর্যন্ত তা চলে৷ এত সবের মধ্যে রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর জানিয়েছেন, নির্বাচন মানে উত্তেজনা থাকবে৷ তবে দিনের শেষে রাজারহাটে শান্তিপূর্ণ ভোটেই হয়েছে৷ সিপিএমের পরিমল মিস্ত্রীর অভিযোগ, গণতন্ত্রের উৎসবটা রাজারহাটে সন্ত্রাস পরিণত করেছে তৃণমূল কংগ্রেস৷ আর রাজারহাটের বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষ বলছেন, নির্বাচনের নামে প্রহসন হল রাজারহাটে৷