মার্চ-এপ্রিলেই পঞ্চায়েত ভোটঃ সূত্র

- আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্কঃ মার্চ-এপ্রিলেই হতে পারে রাজ্যের পঞ্চায়েত ভোট। মঙ্গলবার দিনভর গুঞ্জন চলল রাজনৈতিক মহলজুড়ে। তবে নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া না মিললেও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলেও খবর। ইতিমধ্যেই নির্বাচনের জন্য সীমানা পুনর্বিন্যাস, আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন আলোচনা করে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঠিক করে। রাজ্যে মার্চ মাসে স্কুলের পরীক্ষা রয়েছে। ফলে, যদি আগে ভোট করাতে হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করতে হবে, যার সম্ভাবনা প্রায় নেই। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেরুয়ারি। তারপর মার্চের ১৪ তারিখ থেকে শুরু উচ্চমাধ্যমিক। সেই সময়ে ভোট হবে না। ফলে যুক্তির খাতিরে এপ্রিলের শেষে কিংবা মে মাসে ভোট হওয়ার কথা।
বুধবারই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই ২০টি জেলার আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপর জানুয়ারিতেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।
কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের মাধ্যমেই হবে পঞ্চায়েত নির্বাচন। তেমনই ইঙ্গিত সূত্রের খবরে মিলেছে তেমন ইঙ্গিতও।