৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অশান্তির আবহে চলছে পঞ্চায়েত ভোট: দফায় দফায় উত্তেজনা, নিহত ৪ তৃণমূল কর্মী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোট পর্ব শুরু হতে না হতেই দফায় সংঘর্ষ, উত্তেজনা, গুলি চলার ঘটনায় উত্তপ্ত একাধিক জেলা। রক্ত ঝড়ল মালদা, কোচবিহার মুর্শিদাবাদে। চার জন তৃণমূল কর্মী নিহত হয়েছেন।

মুর্শিদাবাদে কাপাসডাঙ্গায় বাবর আলি নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। রক্তাক্ত অবস্থায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। শুক্রবার রাতে মুর্শিদাবাদে রেজিনগরে বোমা ফেটে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর।

পূর্ব মেদিনীপুরের তৃণমূল বুথ সভাপতি দেবকুমার রাইয়ের ওপর আক্রমণ চালানোর অভিযোগ বিজেপি কর্মী সুবল মান্না সহ তার দলবলের বিরুদ্ধে।

জলপাইগুড়িতেও অশান্তির আবহ দেখা গেল। তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি শুক্রবার গভীর রাতে ছুরিকাঘাতে খুন হন কোচবিহারের রামপুরে তৃণমূলের বুথ কমিটির চেয়ারম্যান গণেশ সরকার। তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ারের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পাশাপাশি কোচবিহারের ওকরাবাড়ি গ্রামে এক সিপিএম কর্মীর উপরে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সিপিএম কর্মী হাফিজুর রহমান। রহমান কংগ্রেস জোট প্রার্থী আনসার আলীর কাকা ছিলেন।

নদিয়ায় বিজেপির গাজনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযুক্ত – বিশ্বনাথ ঘোষ, গৌতম ঘোষ, অমিত ঘোষ, ভারত ঘোষ, দেবকুমার ঘোষ এবং লবকুমার ঘোষ কে পুলিশ শনাক্ত করেছে৷ অপরদিকে নারায়ণপুরা ১ গ্রাম পঞ্চায়েতে, তৃণমূল কর্মীর স্বামীকে আক্রমণের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। সিপিএম কর্মীরা ভোট শুরুর ঠিক আগে হাসিনা সুলতানার স্বামীকে লক্ষ্য করে গুলি চালায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশান্তির আবহে চলছে পঞ্চায়েত ভোট: দফায় দফায় উত্তেজনা, নিহত ৪ তৃণমূল কর্মী

আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোট পর্ব শুরু হতে না হতেই দফায় সংঘর্ষ, উত্তেজনা, গুলি চলার ঘটনায় উত্তপ্ত একাধিক জেলা। রক্ত ঝড়ল মালদা, কোচবিহার মুর্শিদাবাদে। চার জন তৃণমূল কর্মী নিহত হয়েছেন।

মুর্শিদাবাদে কাপাসডাঙ্গায় বাবর আলি নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। রক্তাক্ত অবস্থায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। শুক্রবার রাতে মুর্শিদাবাদে রেজিনগরে বোমা ফেটে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর।

পূর্ব মেদিনীপুরের তৃণমূল বুথ সভাপতি দেবকুমার রাইয়ের ওপর আক্রমণ চালানোর অভিযোগ বিজেপি কর্মী সুবল মান্না সহ তার দলবলের বিরুদ্ধে।

জলপাইগুড়িতেও অশান্তির আবহ দেখা গেল। তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি শুক্রবার গভীর রাতে ছুরিকাঘাতে খুন হন কোচবিহারের রামপুরে তৃণমূলের বুথ কমিটির চেয়ারম্যান গণেশ সরকার। তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ারের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পাশাপাশি কোচবিহারের ওকরাবাড়ি গ্রামে এক সিপিএম কর্মীর উপরে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সিপিএম কর্মী হাফিজুর রহমান। রহমান কংগ্রেস জোট প্রার্থী আনসার আলীর কাকা ছিলেন।

নদিয়ায় বিজেপির গাজনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযুক্ত – বিশ্বনাথ ঘোষ, গৌতম ঘোষ, অমিত ঘোষ, ভারত ঘোষ, দেবকুমার ঘোষ এবং লবকুমার ঘোষ কে পুলিশ শনাক্ত করেছে৷ অপরদিকে নারায়ণপুরা ১ গ্রাম পঞ্চায়েতে, তৃণমূল কর্মীর স্বামীকে আক্রমণের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। সিপিএম কর্মীরা ভোট শুরুর ঠিক আগে হাসিনা সুলতানার স্বামীকে লক্ষ্য করে গুলি চালায়।