মুম্বই, ১৮ জানুয়ারি: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার বলেছেন, আমাদের প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ব্যতিক্রম। কারণ, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি কার্যকলাপে মদত দেয়। সেই ক্যানসার এখন পাকিস্তানের নিজের রাজনীতিকেই গ্রাস করছে। সমগ্র উপমহাদেশের স্বার্থে পাকিস্তানের এই নীতি ত্যাগ করা উচিত।’’ মুম্বাইতে এক বক্তৃতায় ভারতের বিদেশনীতি নিয়েও অবস্থান স্পষ্ট করেন জয়শঙ্কর। তিনি জানান, ভারতের বিদেশনীতি তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। যথাক্রমে, পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ।
Read More: নির্বাচনকে পাখির চোখ, ভাড়াটিরাদের বিনামূল্যে জল-বিদ্যুৎ: প্রতিশ্রুতি কেজরির
ভারতের মাটিতে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই, কেন্দ্রীয় সরকার বার বার নানা ভাবে তা ব্যাখ্যা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েরও ডাক দিয়েছেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে বহু বার তপ্ত আলোচনা হয়েছে। তবে কোনও রফাসূত্র মেলেনি। জয়শঙ্করের কথায়, ‘‘পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ। সব কর্মেরই ফল ভুগতে হবে।’’