৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাক স্কুলে গুলি,  নিহত ৭ শিক্ষক

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৭ জন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তে অবস্থিত প্রত্যন্ত শহর পারাচিনারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দিচ্ছিল। পুলিশ জানিয়েছে, এই হামলার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে  এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। পারাচিনার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একমাত্র শিয়া সংখ্যাগরিষ্ঠ শহর। এই শহরটিকে লক্ষ্য করে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে থাকে। উল্লেখ্য, পাকিস্তানে স্কুলে গোলাগুলির ঘটনা বিরল বলা যেতে পারে। ২০১৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। নিহতদের বেশিরভাগই স্কুল ছাত্র ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাক স্কুলে গুলি,  নিহত ৭ শিক্ষক

আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৭ জন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তে অবস্থিত প্রত্যন্ত শহর পারাচিনারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দিচ্ছিল। পুলিশ জানিয়েছে, এই হামলার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে  এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। পারাচিনার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একমাত্র শিয়া সংখ্যাগরিষ্ঠ শহর। এই শহরটিকে লক্ষ্য করে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে থাকে। উল্লেখ্য, পাকিস্তানে স্কুলে গোলাগুলির ঘটনা বিরল বলা যেতে পারে। ২০১৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক ও বোমা হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। নিহতদের বেশিরভাগই স্কুল ছাত্র ছিল।