Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 122
পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের। আহত হয়েছেন বহু মানুষ। সমাজের সর্বস্তরের মানুষ এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। সবাই চাইছেন, প্রত্যাঘাত করুক ভারত। ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও হৃদয় বিদারক ঘটনার তীব্র নিন্দা করেছেন। একনজরে দেখে নেওয়া যাক কে কী বললেন—–
সৌরভ গঙ্গোপাধ্যায়: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার প্রার্থনা ও সমবেদনা রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ভারত সরকার কড়া পদক্ষেপ নেবে বলে আশা রাখি। কাউকে ছাড়া হবে না।
My thoughts and prayers with the families who lost their lives in pehelgaum .. severe action needs to be taken against the culprits ..by the Govt of india .. none to be spared ..
— Sourav Ganguly (@SGanguly99) April 22, 2025
আরও পড়ুন: Pahalgam Terror Attack: নিহত দুই যুবকের দেহ ফিরল দমদম বিমানবন্দরে
শচীন তেন্ডুলকর: পহেলগাঁওয়ে নিরীহ সাধারণ মানুষের ওপর এমন মর্মান্তিক আক্রমণে আমি গভীরভাবে শোকাহত এবং দুঃখিত।
Shocked and deeply saddened by the tragic attacks on innocent people in Pahalgam.
The affected families must be going through an unimaginable ordeal – India and the world stand united with them at this dark hour, as we mourn the loss of lives and pray for justice.
— Sachin Tendulkar (@sachin_rt) April 23, 2025
বিরাট কোহলি: পহেলগাঁওয়ের (Pahalgam Terror Attack) নিষ্ঠুর ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি শান্তি কামনা করছি। এবং ন্যায়বিচারের জন্য প্রার্থনা করছি।
ঋদ্ধিমান সাহা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় মন ভেঙে গিয়েছে। যাঁরা নিহত হয়েছেন তাদের জায়গা কেউ নিতে পারবে না। বিচার হবে।