২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Pahalgam terror attack: একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের

চামেলি দাস
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্ক: গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গেছে নৃশংস হত্যাকাণ্ড। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে রয়েছে বলে খবর। ভারতের তরফেও সিন্ধু চুক্তি বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের তরফেও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। আর এই কঠিন পরিস্থিতির মধ্যেই একজোট হওয়ার বার্তা দিলেন লোকসভার বিরোদী দলনেতা রাহুল গান্ধি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে একজোট হওয়ার বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নিয়ে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছেন রাহুল গান্ধি।চিঠিতে লিখেছেন, পহেলগাঁওয়ের হামলার ঘটনায় প্রত্যেক ভারতীয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত তুলে ধরবে যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একজোট। সেই চিঠির প্রতিলিপি এক্স মাধ্যমেও পোস্ট করেছন তিনি।

আরও পড়ুন: পহেলগাঁও: প্রধান সাক্ষীকে জিজ্ঞাসাবাদ, ভিডিয়ো রেকর্ডে অন্য গন্ধ পাচ্ছে এনআইএ

লোকসভার বিরোধী দলনেতার আর্জি যত দ্রুত সম্ভব সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। এর আগে ঠিক একই অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছেন ভারত এই হামলার জবাব দেবে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে জঙ্গিদের খুঁজে বের করে আনা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে হামলার পর যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেখানে কেন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  যে সময় ঐক্য প্রদর্শন করা দরকার, সেই সময় নরেন্দ্র মোদি বিভাজন করছেন বলে দাবি বিরোধীদের।

Pahalgam terror attack: একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pahalgam terror attack: একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গেছে নৃশংস হত্যাকাণ্ড। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে রয়েছে বলে খবর। ভারতের তরফেও সিন্ধু চুক্তি বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের তরফেও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। আর এই কঠিন পরিস্থিতির মধ্যেই একজোট হওয়ার বার্তা দিলেন লোকসভার বিরোদী দলনেতা রাহুল গান্ধি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে একজোট হওয়ার বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নিয়ে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছেন রাহুল গান্ধি।চিঠিতে লিখেছেন, পহেলগাঁওয়ের হামলার ঘটনায় প্রত্যেক ভারতীয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত তুলে ধরবে যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একজোট। সেই চিঠির প্রতিলিপি এক্স মাধ্যমেও পোস্ট করেছন তিনি।

আরও পড়ুন: পহেলগাঁও: প্রধান সাক্ষীকে জিজ্ঞাসাবাদ, ভিডিয়ো রেকর্ডে অন্য গন্ধ পাচ্ছে এনআইএ

লোকসভার বিরোধী দলনেতার আর্জি যত দ্রুত সম্ভব সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। এর আগে ঠিক একই অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছেন ভারত এই হামলার জবাব দেবে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে জঙ্গিদের খুঁজে বের করে আনা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে হামলার পর যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেখানে কেন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  যে সময় ঐক্য প্রদর্শন করা দরকার, সেই সময় নরেন্দ্র মোদি বিভাজন করছেন বলে দাবি বিরোধীদের।

Pahalgam terror attack: একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের