Pahalgam Terror Attack: নির্ধারিত সময়ের আগেই সউদি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 119
পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় সউদি সফর কাটছাঁট করে ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাতে সউদি রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লি ফিরছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পর সফরসূচি বদল করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: দায় স্বীকার করল টিআরএফ
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় মোদী এক্সে লেখেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকমের সাহায্য করা হবে। তার পরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের। তাঁর কথায়, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে, তাদের রেয়াৎ করা হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই দৃঢ়। এটা আরও কঠিন হবে।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: নিন্দা মমতার, বিজেপিকে বিঁধলেন অভিষেক
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনার খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই শ্রীনগরে পৌঁছান অমিত শাহ। সেখানে তিনি সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেন।
সফরের সংক্ষিপ্তকরণের বিষয়ে সউদি নেতৃত্বকে অবহিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সউদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, “কাশ্মিরে ঘটে যাওয়া হামলা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারত-সউদি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।”
দেশে ফিরে মোদি দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’-এর এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন, যেখানে কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।
I strongly condemn the terror attack in Pahalgam, Jammu and Kashmir. Condolences to those who have lost their loved ones. I pray that the injured recover at the earliest. All possible assistance is being provided to those affected.
Those behind this heinous act will be brought…
— Narendra Modi (@narendramodi) April 22, 2025
- Last Update
- Popular Post