Pahalgam terror attack: ৯ মে রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

- আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
- / 46
পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়ের ৮০ বছর পূর্ণ হবে। তাই আগামী ৯ মে মস্কোয় ভিক্ট্র ডে সেলিব্রেশন। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আবহে রাশিয়া সফর বাতিল করেছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: জয়শঙ্কর ও শাহবাজকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের
এক সংবাদ সংস্থার সূত্রে খবর, বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার ‘ভিক্ট্রি ডে সেলিব্রেশনে’ যোগ দিচ্ছেন না। আগামী ৯ মে তাঁর মস্কোয় আসার কথা ছিল। সফর কেন বাতিল করা হয়েছে তার আসল কারণ খোলসা করেননি পেসকোভ। একাধিক রিপোর্টের দাবি অনুযায়ী, পহেলগাঁওয়ে হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সময় ‘বন্ধু’ ভ্লাদিমির পুতিনের দেশে যাচ্ছেন না মোদি। ভারতের তরফে অবশ্য এখনও পর্যন্ত এই সফর নিয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, মোদির হয়ে ‘ভিক্ট্রি ডে’র প্যারেডে যোগ দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।