ভারতীয় সেনার তরফে রাতে কলকাতা বিমানবন্দরে গান স্যালুট দেওয়া হয়।
Pahalgam Terror Attack: শহিদ ঝন্টু শেখের দেহ গ্রহণ করলেন মেয়র Firhad Hakim

- আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 46
Pahalgam Terror Attack: কলকাতা বিমানবন্দরে Firhad Hakim
পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন গ্রামের ছেলে। রাজ্য সরকারের তরফে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, সব্যসাচী দত্ত এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস নেতৃত্ব।
Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে
শুক্রবার রাত ১০ নাগাদ কলকাতা বিমান বন্দরে শহিদ (Pahalgam Terror Attack ) ঝন্টু শেখের দেহ গ্রহণ করেন মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনার মধ্য দিয়ে এক আবেগঘন মুহূর্তের স্বাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর। শহিদের (Pahalgam Terror Attack) দেহ তিলত্তমার মাটিতে পদার্পন করার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে-বাতাসে ছেয়ে যায় বিষাদের ছায়া। দেখুন সেই আবেগঘন মুহূর্তের কিছু ছবি–
তথ্য ও ছবিঃ রমিত বন্দ্যোপাধ্যায়





