পুবের কলম, ওয়েবডেস্ক: ♦মহারাষ্ট্রে ভোটের♦ দিন উদ্ধার ১০,০৮৪ কেজি রুপো। একই ট্রাকে এত বিপুল টাকার রুপো দেখে চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের।
জানা গেছে, রাজ্যের ধুলে জেলায় কাছাকাছি তল্লাশি চালিয়ে রুপোগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার সকাল ৬ টা নাগাদ নাগপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। মূলত রুটিন চেক আপের জন্যই আটক করা হয়। সেখানেই ট্রাক বোঝাই রুপোর উপস্থিতি টের পায় তারা। ঘটনার সঙ্গে সঙ্গে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক এবং আয়কর বিভাগকে খবর দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, রৌপ্যটি একটি ব্যাঙ্কের মালিকানাধীন। জারি তদন্ত।
♣জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসে দেখা মিলল সাপের, শুরু তদন্ত♣
প্রসঙ্গত, ১৫ অক্টোবর থেকে এদিন পর্যন্ত ♦রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলি♦ তল্লাশি অভিযান চালিয়ে মোট ৭০৬.৯৮ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে৷ এর মধ্যে রয়েছে অবৈধ নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য এবং মূল্যবান ধাতু ইত্যাদি। এদিন এত বেশি রুপো একসঙ্গে দেখে পুলিশ আধিকারিকরাও অবাক হয়ে যান।
♣জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসে দেখা মিলল সাপের, শুরু তদন্ত♣
পুলিশ কর্তারা জানিয়েছেন, এই ধরনের অবৈধ সম্পত্তি পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাও এত বেশি রুপো উদ্ধার হতে দেখে হতবাক হয়ে যান।