সেনেগালে বিরোধী নেতার জেলে দেশ জুড়ে বিক্ষোভ, মৃত ৯

- আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: সেনেগালের বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর দুই বছরের কারাদণ্ড হয়েছে। এরপর থেকে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। এই বিক্ষোভে ৯ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোইন ফেলিক্স আবদৌলায়ে ডিওমে।
শুক্রবার সকালে সেনেগালের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রায় ঘোষণার পর রাজধানী ডাকার ও জিগুইঞ্চরে এলাকায় বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৯ জন মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির আদালত উসমানে সোনকোকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়।
তবে তাকে ধর্ষণের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। আদালতে ৪৮ বছর বয়সী সোনোকোর বিরুদ্ধে একটি বিউটি পার্লারে কর্মরত এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রসিকিউটরদের দাবি, ধর্ষণের পর ওই নারীকে হত্যার হুমকিও দিয়েছিলেন সোনোকো। এই অপরাধে তার ১০ বছরের জেল হওয়া উচিত। অন্যদিকে সোনকোর দাবি, দীর্ঘদিন ধরে তিনি পিঠের ব্যথায় ভুগছেন।
সেই ব্যথা সারাতে মালিশ করাতে রাজধানী ডাকারের সুইট বিউটি নামের সেলুনে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে করেননি। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আদালতের রায়ের কারণে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান না সেনেগালে। ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ম্যাকি সাল ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইদ্রিসা সেকের পর তৃতীয় হয়েছিলেন উসমানে সোনোকো।
উসমানে সোনকোর রাজনৈতিক দল পাস্টেফ আদালতের রায়কে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে নাগরিকদের সব কাজ বন্ধ করে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। দলটির দাবি, তাদের দলীয় প্রধানকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে।