৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপন্থী ৭৩ এমপির পদত্যাগ

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 18

পুবের কলম ওয়েবডেস্কঃ ইরাকি পার্লামেন্টের কয়েক ডজন এমপি পদত্যাগ করেছেন। তারা সবাই মুক্তাদা আল-সদরের ব্লকের এমপি। বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই তারা পদত্যাগ করলেন। এতে দেশটি আরও বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, শিয়া ধর্মগুরু মুক্তাদা আল-সদরের ব্লকের ৭৩ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। বলা হচ্ছে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আট মাস পরও অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছেন। পার্লামেন্টের স্পিকার আল-হালবুসি বলেন, আমরা সদর ব্লকের প্রতিনিধি ভাই ও বোনদের পদত্যাগের অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছি। গত বৃহস্পতিবার মুক্তাদা সদর চলমান অচলাবস্থা কাটিয়ে এবং নতুন সরকার প্রতিষ্ঠার অংশ হিসেবে তার ব্লকের পার্লামেন্ট সদস্যদের পদত্যাগপত্র প্রস্তুত করার আহ্বান জানিয়েছিলেন। গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে তার দল ব্যাপক বিজয় লাভ করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সদরপন্থী ৭৩ এমপির পদত্যাগ

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইরাকি পার্লামেন্টের কয়েক ডজন এমপি পদত্যাগ করেছেন। তারা সবাই মুক্তাদা আল-সদরের ব্লকের এমপি। বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই তারা পদত্যাগ করলেন। এতে দেশটি আরও বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, শিয়া ধর্মগুরু মুক্তাদা আল-সদরের ব্লকের ৭৩ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। বলা হচ্ছে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আট মাস পরও অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছেন। পার্লামেন্টের স্পিকার আল-হালবুসি বলেন, আমরা সদর ব্লকের প্রতিনিধি ভাই ও বোনদের পদত্যাগের অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছি। গত বৃহস্পতিবার মুক্তাদা সদর চলমান অচলাবস্থা কাটিয়ে এবং নতুন সরকার প্রতিষ্ঠার অংশ হিসেবে তার ব্লকের পার্লামেন্ট সদস্যদের পদত্যাগপত্র প্রস্তুত করার আহ্বান জানিয়েছিলেন। গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে তার দল ব্যাপক বিজয় লাভ করে।