পুবের কলম ওয়েবডেস্ক : থামছে না পেট্রল-ডিজেলের দাম।সেঞ্চুরি করার পরও থামছে না পেট্রোল ডিজেলের দৌড় । গত বুধবার থেকে রবিবার, টানা পাঁচদিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোল ৩৩ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। রবিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১১০.১৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০১.৫৬ টাকা।
চলতি অক্টোবর মাসে মোট ২৫ বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। গত এক মাসে পেট্রোলের দাম বেড়েছে ৭.৪৫ পয়সা, অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৭.৯০ টাকা। গত পাঁচদিনে কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১.৬৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ১.৭৬ টাকা।
মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারী দেশগুলি এখনই তেলের জোগান বাড়াতে রাজি হয়নি। ফলে যদি এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তেলের কর হ্রাস না করলে জ্বালানির জ্বালায় জ্বলবেন দেশের সাধারণ নাগরিক। তবে জানা গিয়েছে মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারী দেশগুলি তেলমন্ত্রীদের কাছে মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমাধানের আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, গত দু বছর ধরে করোনার প্রকোপে জ্বালানি তেলের চাহিদা কমায় তেল রফতানিকারী দেশগুলি তেলের জোগান কমিয়ে দিয়েছিল। বিশ্বের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পরও সেই জোগান বাড়ায়নি তারা।
জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন বাড়ছে জিনিসপত্রের দাম।নাভিশ্বাস সাধারণ মানুষের। আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামত। বিরোধীরা সরকার বিরোধী স্লোগান দিত। এখন সব যেন কেমন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ কোথাও কোনো প্রতিবাদ নেই। কেবল চলছে রাজনৈতিক বয়ানবাজি।