কলকাতাTuesday, 12 July 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

একবার চার্জে স্মার্টফোন চলবে ৯৪ দিন, কি ভাবে? জানতে হলে পড়তে হবেই

mtik
July 12, 2022 9:08 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ স্মার্টফোনে দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যায় আমরা সকলেই ভুক্তভোগী। ভাবুন তো এমন যদি হয় একবার চার্জ দিলে চলবে ৯৪ দিন। না, ভুলভাল একবারেই নয়। খুব সম্প্রতি বাজারে এসেছে এমনই স্মার্টফোন।

 

বাজারে এসেছে মডেল ওকিটেল ডব্লিউপি১৯ নামে স্মার্টফোন। এই ফোনের বিশেষত্ব হলো এর ২১ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ফোনটির ব্যাটারি একবার চার্জ দিলে ২২৫২ ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাকআপ পাওয়া যাবে। স্টান্ডবাই মোডে টানা ৯৪ দিন ব্যাকআপ দেবে। অর্থাৎ এক চার্জে চলবে ৯৪ দিন পর্যন্ত। এই ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা সময় লাগবে।

ওকিটেল ডব্লিউপি১৯ মডেলের ফোনে রয়েছে মিলিটারি গ্রেড ডিজাইন। এটি শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির। যেকোন প্রতিকূল পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই নতুন স্মার্টফোন তৈরি করা হয়েছে। ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ দিয়েছে ওকিটেল। ফোনের পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের প্রধান আকর্ষণ এর ব্যাটারি।

কোম্পানিটি দাবি করেছে, এক চার্জে এই ফোনে ৩৬ ঘণ্টা ভিডিও প্লে ব্যাক করা যাবে। এছাড়াও একবার চার্জে সপ্তাহের পর সপ্তাহ এই ফোন ব্যবহার করা যাবে। থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৪ চিপসেট। ডুয়াল সিম সুবিধার এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে ৮ গিগাবাইটের র‍্যাম। বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।