পুবের কলম প্রতিবেদকঃ ষষ্ঠীর দিনেও প্রতীকী গণ ইস্তফার পথে হাঁটলেন রাজ্যের সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। বুধবার উত্তর থেকে দক্ষিণের একাধিক মেডিক্যাল কলেজে গণইস্তফা দিলেন সিনিয়ক ডাক্তাররা। তালিকায় রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, এমনকী মেদিনীপুর মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা। ১০ দফার দাবি নিয়ে ৪ দিনা আগে আমরণ অনশনে বসেছেন ৭ জুনিয়র ডাক্তার।
সূত্রের খবর, গণ ইস্তফার মধ্যেই নবান্নের তরফে বার্তা দেওয়া হয়েছে, রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুজোর সময়ে যেন স্বাস্থ্য পরিষেবা সচল থাকে।
আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারদের পথে হেঁটে বুধবার সকালে বৈঠকের পরে কলকাতা মেডিকেল কলেজের ৬০ জনের মতো সিনিয়র ডাক্তার প্রতীকী গণ ইস্তফা দেন। তাঁদের এই পদক্ষেপের পরে সেখানকার জুনিয়র ডাক্তাররা মশাল জ্বেলে সিনিয়রদের সম্মান জানান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ৫০ জন সিনিয়র ডাক্তার এদিন ইস্তফা দিয়েছেন।
এদিকে সিবিআই চার্জশিটে ধর্ষণ-খুনের অপরাধী হিসেবে কেন সঞ্জয় রায়ের নামে, এই প্রশ্ন তুলে বুধবারই সিজিও কমপ্লেক্স অভিযান করেন চিকিৎসকরা। দুপুরে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্সে মিছিল করে যান।