২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যাওয়ার পথেই অসুস্থ রাজ্যপাল, যাওয়া হল না মতুয়া মেলায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

পুবের কলম প্রতিবেদক: অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। কৈখালি থেকেই গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। সেখান থেকেই রাজভবনে ফেরেন তিনি। রাজ্যপালের অসুস্থতার খবর জানতেই ফোনে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজভবন সূত্রের খবর, রাজভবনের চিকিৎসকরা পরীক্ষা করেন রাজ্যপালকে। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গিয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে একটি বেড ইতিমধ্যেই তৈরি রাখা হয়েছে।  তবে তাঁর শারীরিক অসুস্থতা ঠিক কী কারণে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

উল্লেখ্য শুক্রবার বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের৷ এরপর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করারও কথা ছিল তাঁর। কিন্তু আচমকা তাঁর শারীরিক অসুস্থতায় গোটা অনুষ্ঠান ভেস্তে যায়। অনুষ্ঠানে না গিয়ে মাঝ পথেই ফিরতে হয় তাঁকে।

সর্বধিক পাঠিত

জামিন স্থগিত, সেঙ্গারকে এখনই মুক্তি দেওয়া হবে না, সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাওয়ার পথেই অসুস্থ রাজ্যপাল, যাওয়া হল না মতুয়া মেলায়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। কৈখালি থেকেই গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। সেখান থেকেই রাজভবনে ফেরেন তিনি। রাজ্যপালের অসুস্থতার খবর জানতেই ফোনে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজভবন সূত্রের খবর, রাজভবনের চিকিৎসকরা পরীক্ষা করেন রাজ্যপালকে। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গিয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে একটি বেড ইতিমধ্যেই তৈরি রাখা হয়েছে।  তবে তাঁর শারীরিক অসুস্থতা ঠিক কী কারণে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

উল্লেখ্য শুক্রবার বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের৷ এরপর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করারও কথা ছিল তাঁর। কিন্তু আচমকা তাঁর শারীরিক অসুস্থতায় গোটা অনুষ্ঠান ভেস্তে যায়। অনুষ্ঠানে না গিয়ে মাঝ পথেই ফিরতে হয় তাঁকে।