৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রামনবমী উপলক্ষে কলকাতাজুড়ে ৪২টি মিছিলের আয়োজন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি প্রশাসনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক:  রামনবমী উপলক্ষে কলকাতাজুড়ে প্রায় সর্বত্রই মিছিলের আয়োজন করা হয়েছে। ফলে আজ দিনভর কলকাতায় যানজটের আশঙ্কা।

জানা গিয়েছে, তিলোত্তমায় মোট ৪২টি মিছিলের করা হবে। বড় বড় জমায়েতের মধ্যে রয়েছে হেস্টিংস থেকে ওয়াটগঞ্জের দিকে, কাশীপুরে একটি বড় মিছিলের আয়োজন করা হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তিনটি মিছিলে যোগ দেবেন। নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও কলকাতা রামলীলা ময়দানের মিছিলে যোগ দেওয়ার কথা আছে তাঁর।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  আগামিকাল রাজ্যের  বিভিন্ন প্রান্ত মিলিয়ে প্রায় এক কোটি মানুষ রামনবমীর মিছিল ও শোভাযাত্রায়  অংশগ্রহণ করবেন। এক হাজার বড় মিছিল,  দশ হাজার ছোট মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে কলকাতাতেও বেশ কিছু মিছিল ও শোভাযাত্রা হবে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই আবহে  রামনবমীর মিছিলের জন্য প্রস্তুত কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর,  রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়,  তা নিশ্চিত করতে নজরদারির দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররাও দায়িত্বে থাকবেন নিজ এলাকায়।

মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত  একটি মিছিল হওয়ার কথা আজ। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষদের।

রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা। এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া, দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁত্রাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। ওই মিছিলে রামসেনানীদের সঙ্গে পা মেলান কলকাতা কর্পোরেশনের পুরপিতা বিজেপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই সহ অন্যান্য নেতৃত্ব।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামনবমী উপলক্ষে কলকাতাজুড়ে ৪২টি মিছিলের আয়োজন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি প্রশাসনের

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রামনবমী উপলক্ষে কলকাতাজুড়ে প্রায় সর্বত্রই মিছিলের আয়োজন করা হয়েছে। ফলে আজ দিনভর কলকাতায় যানজটের আশঙ্কা।

জানা গিয়েছে, তিলোত্তমায় মোট ৪২টি মিছিলের করা হবে। বড় বড় জমায়েতের মধ্যে রয়েছে হেস্টিংস থেকে ওয়াটগঞ্জের দিকে, কাশীপুরে একটি বড় মিছিলের আয়োজন করা হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তিনটি মিছিলে যোগ দেবেন। নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও কলকাতা রামলীলা ময়দানের মিছিলে যোগ দেওয়ার কথা আছে তাঁর।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  আগামিকাল রাজ্যের  বিভিন্ন প্রান্ত মিলিয়ে প্রায় এক কোটি মানুষ রামনবমীর মিছিল ও শোভাযাত্রায়  অংশগ্রহণ করবেন। এক হাজার বড় মিছিল,  দশ হাজার ছোট মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে কলকাতাতেও বেশ কিছু মিছিল ও শোভাযাত্রা হবে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই আবহে  রামনবমীর মিছিলের জন্য প্রস্তুত কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর,  রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়,  তা নিশ্চিত করতে নজরদারির দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররাও দায়িত্বে থাকবেন নিজ এলাকায়।

মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত  একটি মিছিল হওয়ার কথা আজ। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষদের।

রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা। এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া, দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁত্রাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। ওই মিছিলে রামসেনানীদের সঙ্গে পা মেলান কলকাতা কর্পোরেশনের পুরপিতা বিজেপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই সহ অন্যান্য নেতৃত্ব।