ঈদের আগের দিন সুখবর দিল রেল কর্তৃপক্ষ! এদিন থেকে শুরু হবে শিয়ালদহ মেট্রো

- আপডেট : ৯ জুলাই ২০২২, শনিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ শহরবাসীর জন্য সুখবর।দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো।কলকাতা শহরের প্রাণকেন্দ্র হল মেট্রো।ব্যস্ত তিলোত্তমার যানজট এড়িয়ে অল্প সময়ে নিজের গন্তব্যে পৌঁছানর জন্য কলকাতাবাসী সাধারণত মেট্রো পরিষেবাকেই বেছে নেয়।
সূত্রের খবর,শিয়ালদহে মেট্রো পরিষেবা চালু করার জন্য একেবারে শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত মিলেছে।তার পরেই এই সিদ্ধান্তে এসেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারেন এই পরিষেবা।সোমবার উদ্বোধনের দিন থেকেই এই পরিষেবা চালু হবে বলে সূত্রের খবর।
তবে রেল মন্ত্রকের অনুমতি নিয়েই শিয়ালদহ মেট্রোতে যাত্রী পরিষেবা শুরু করা হবে এমনটাই জানা গেছে।ইতিমধ্যেই মেট্রো ভবন ও মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে শোরগোল পরে গেছে।
রেল কর্তৃপক্ষ সূত্র অনুযায়ী, তাঁদের সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও সোমবার যাত্রী পরিষেবা শুরু হবে কিনা সেই নিয়ে এখনও সঠিক তথ্য আসেনি।তবে আমাদের যা নির্দেশ দেওয়া হবে আমারা সেটাই পালন করবো।তবে বুধবার থেকে যাত্রীদের জন্য সম্পূর্ণরুপে শিয়ালদহ মেট্রোর দরজা খুলে যাবে।