৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২১ জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে এসে গিটার-গানে মাতলেন মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 10

ছবি- খালিদুর রহিম

পুবের কলম প্রতিবেদক: প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চে তিনিই থাকেন মধ্যমণি। তাঁর টানেই গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ থেকে লাখে লাখে কর্মী-সমর্থক ভিড় করেন কলকাতার রাজপথে। ২০২৩ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বৃহৎ সমাবেশ।

চারদিকে বিরোধীরা যখন হিংসা-অশান্তির অভিযোগ তুলছেন, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ২১ জুলাইয়ের আগে বৃহস্পতিবার ধর্মতলায় মঞ্চ পরিদর্শন করতে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চে এসে দলের যুব নেতৃত্বের সঙ্গে গান-কথায় মাতলেন তিনি।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিটারও বাজালেন। এদিন ধর্মতলায় এসে শুক্রবারের শহিদ সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেন। এরপর চায়ে দিলেন চুমুক।

গিটার হাতে নিয়ে বাজাতে বাজাতে সুর ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাইলেন, ‘আমি বাংলায় গান গাই’। ‘জয় বাংলা’র শ্লোগানের সঙ্গে সঙ্গে ‘জয় ইন্ডিয়া’ কথাটিও উঠে আসে এদিন। কয়েক দিন আগেই কেন্দ্রের বিজেপি সরকারের মোকাবিলা করতে গঠিত হয়েছে ‘ইন্ডিয়া’ নামে জোট। সেই জোটের নাম নিয়েই জয়গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১ জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে এসে গিটার-গানে মাতলেন মমতা

আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চে তিনিই থাকেন মধ্যমণি। তাঁর টানেই গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ থেকে লাখে লাখে কর্মী-সমর্থক ভিড় করেন কলকাতার রাজপথে। ২০২৩ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বৃহৎ সমাবেশ।

চারদিকে বিরোধীরা যখন হিংসা-অশান্তির অভিযোগ তুলছেন, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ২১ জুলাইয়ের আগে বৃহস্পতিবার ধর্মতলায় মঞ্চ পরিদর্শন করতে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চে এসে দলের যুব নেতৃত্বের সঙ্গে গান-কথায় মাতলেন তিনি।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিটারও বাজালেন। এদিন ধর্মতলায় এসে শুক্রবারের শহিদ সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেন। এরপর চায়ে দিলেন চুমুক।

গিটার হাতে নিয়ে বাজাতে বাজাতে সুর ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাইলেন, ‘আমি বাংলায় গান গাই’। ‘জয় বাংলা’র শ্লোগানের সঙ্গে সঙ্গে ‘জয় ইন্ডিয়া’ কথাটিও উঠে আসে এদিন। কয়েক দিন আগেই কেন্দ্রের বিজেপি সরকারের মোকাবিলা করতে গঠিত হয়েছে ‘ইন্ডিয়া’ নামে জোট। সেই জোটের নাম নিয়েই জয়গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।