আদালতে যাওয়ার পথে পঞ্চায়েত জয়ে ‘অভিনন্দন’ জানালেন পার্থ

- আপডেট : ১১ জুলাই ২০২৩, মঙ্গলবার
- / 10
পারিজাত মোল্লা : পঞ্চায়েত ভোটে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে মঙ্গলবার মুখ খুললেন একদা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এসএসসি শিক্ষক নিয়োগকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আদালতে ঢোকার সময় তৃণমূলের জয় নিয়ে আশাপ্রকাশ করে তিনি। দলীয় নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।
গতবছর ২৮ জুলাই দল তাঁকে ছেঁটে ফেলেছে। এদিন গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে প্রশংসা করতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় কে।মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে। পার্থ সহ মোট সাতজনকে এদিন আলিপুর স্পেশ্যাল কোর্টে পেশ করা হয়। কোর্টে ঢোকারে আগে মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ। দিলেন বার্তাও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।” উল্লেখ্য, প্রায় এক বছরের বেশি সময় জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন মিলছে না তাঁর। এ এফলে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই অবস্থায় ইডি-র এক প্রাক্তন আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন ওই আইনজীবী । আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানিয়েছেন ইডির প্রাক্তন আইনজীবী।