কলকাতাSaturday, 18 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ফের ওমিক্রন আতঙ্ক! উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এক নাইজেরীয় ফেরত প্রৌঢ়

mtik
December 18, 2021 7:43 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতায় ফের ওমিক্রন আতঙ্ক। নাইজেরিয়া ফেরত এক প্রৌড়ের শরীরে ওমিক্রনের উপসর্গ দেখা দেওয়ায় ভর্তি করা হল হাসপাতালে। জানা যাচ্ছে ওই ব্যক্তিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নমুনা পাঠানো হয়েছে সিনোম সিকোয়েন্সিং টেস্টের জন্য।

নাইজেরিয়া থেকে আসা ওই ব্যক্তির দমদম বিমানবন্দরে করোনা পরীক্ষা হয়। কিন্তু রিপোর্ট আসে নেগেটিভ। তবে রিপোর্ট নেগেটিভ এলেও ওই প্রৌড়  শরীরে অস্বস্তি বোধ করতে থাকায় ফের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে।

স্বাস্থ্য দফতরের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ওমিক্রনে আক্রান্ত কি না তা নিশ্চিত করতে, নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হয়েছে।

 

এর আগে কলকাতায় ওমিক্রন  সন্দেহে হাসপাতালে ভর্তি হন দু’জন। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি মুর্শিদাবাদের এক শিশু ওমিক্রন  নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে পরে তারও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে কোয়ারান্টাইনে রয়েছে শিশুটি।

ইতিমধ্যেই দেশে ১০০ পেরিয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা,ব্রিটেনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু এর পরিসংখ্যান বলছে ডেল্টা ভ্যারিয়ান্টের থেকে ওমিক্রন ভ্যারিয়ান্টের সংক্রমণের মাত্রা অনেকটাই বেশি