শ্রীনগর, ২০ অক্টোবর: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন ওমর আবদুল্লাহ। সাজিয়েছেন মন্ত্রিসভা। কার্যত বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে সেই সভাতেই সুরিন্দর কুমার চৌধুরী নামে এক হিন্দুকে উপ মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছে। তিনি জম্মুর বাসিন্দা। যেদিন নতুন সরকার স্বীকার করেছে যে রাষ্ট্রীয় মর্যাদা পুনরুদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই দিনেই এই ঘোষণা করা হয়।
ন্যাশনাল কনফারেন্সে মুসলিমদের পার্টি বলে বার বার কটূক্তি করে করেছে গেরুয়া শিবির। এবার কার্যত বিজেপির সেই দাবি উড়িয়ে দিয়ে একজন হিন্দুকে উপ মুখ্যমন্ত্রী করা হল জম্মু-কাশ্মীরে। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, তার সরকার জম্মুতে হিন্দুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না।
সেই সঙ্গেই তিনি বলেন, ন্যাশানাল কনফারেন্স কেবলমাত্র কাশ্মিরীদের দল আর এই দল কেবলমাত্র কাশ্মীরিদের জন্য কাজ করে। ওমর আরও জানিয়েছেন, কাশ্মীরের সমস্ত মানুষদের জন্য কাজ করবে তাঁর দল।
ওমরের অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণা হতে কিছু মানুষ গুজব রটাচ্ছিল জম্মুকে এড়িয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে এনসি বা কংগ্রেসের কাউকে নির্বাচিত করা হয়নি। প্রথম দিন থেকে আমি বলে আসছি সরকার সকলের। যখন আমরা সেবা দিচ্ছি সেই সেবা সকলের জন্য।’ আবদুল্লাহ আরও বলেন, গত ভোটে সকলেই বলতেন যে ন্যাশানাল কনফারেন্স হল মুসলিমদের দল। এই সংগঠনটা পুরো কাশ্মিরীদের জন্য তৈরি। জম্মুর এখানে কোনও জায়গা নেই। তবে আমরা যাকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করেছি তিনি জম্মুরই বাসিন্দা ও তিনি হিন্দু। এবার তাঁরা কি বলবেন?
এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ওমরের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে রাষ্ট্রীয় মর্যাদা পুনরুদ্ধারের জন্য একটি সর্বসম্মত প্রস্তাব পাস করেছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ওমর এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে শীঘ্রই দিল্লি সফর করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর ওমর তার প্রথম বক্তৃতায় রাষ্ট্রীয় মর্যাদা পুনরুদ্ধার নিয়ে বলেন, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সমস্ত কিছু ফিরিয়ে নেওয়া হবে।
1 Comment
Pingback: সুন্দরিনী দুগ্ধ প্রকল্প আন্তর্জাতিক সম্মান পাওয়ায় খুশি মহিলারা - PuberKalom.com