দেরাদুন: দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য উত্তরাখণ্ডের দুন স্কুল চত্বরেও হামলা হল উগ্র গেরুয়া বাহিনীর। জানা যাচ্ছে সনাতন সংস্কৃতির নামে একটি হিন্দু সংগঠন স্কুল চত্বরে বহু বছর ধরে থাকা একটি ঐতিহাসিক মাজার ক্ষতিগ্রস্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মাজার ভাঙার ভিডিয়ো। দেখা যাচ্ছে তিন চারজন হাতুড়ি, কুড়াল, গাঁইতি নিয়ে মাজারের উপর ক্রমাগত আঘাত করে যাচ্ছে। মাজার ভাঙার ঘটনা কয়েকদিন আগের তবে দেহরাদুনের জেলাশাসক শুক্রবার জানালেন এই মাজার ভাঙার কথা, তিনি মিডিয়াকে জানিয়েছেন, এই মাজার ভাঙার জন্য কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে আমরা একটি টিম পাঠিয়েছি তারা তদন্ত করে দেখছে ক্ষয় ক্ষতির পরিমান। যেহেতু মাজারটি শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারির মধ্যে রয়েছে তাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রশাসনের কোনও যোগ নেই এই মাজার ভাঙায়।
হিন্দু সংগঠনের এক নেতা জানান, আমরা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে আবেদন জানিয়েছিলাম স্কুল চত্বরে মাজার কেন থাকবে। মাজার ভেঙে দেওয়া হোক। যারা মাজার ভেঙেছে তারা ভাল কাজ করেছে বলে জানান এই হিন্দু নেতা। আতঙ্গে থাকা স্কুল কর্তৃপক্ষের একজন নাম না লেখার শর্তে জানালেন, এই মাজার বহু পুরনো। কিন্তু বাইরে প্রচার হচ্ছে স্কুলের ভিতর মাজার তৈরি হচ্ছে নতুন করে। আসলে কাজ করতে গিয়ে মাজারের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয় সেই অংশটি রিপেয়ারিং করা হয়। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড জানায় তাদের কাছে খবর রয়েছে এই মাজার ভাঙার। এটি ওয়াকফ সম্পত্তির অংশ। এখানে ৫৭ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। উল্লেখ্য, এই দুন স্কুলের ছাত্রদের মধ্যে বহু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন। রাজীব গান্ধি, রাহুল গান্ধি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, করন সিং, নবীন পট্টনায়ক এই স্কুলের ছাত্র, ব্রিটিশ আমল থেকেই দেহরাদুনের এই স্কুল বিখ্যাত হয়ে রয়েছে শুধু দেশের নয় দেশের বাইরেও। ওয়াকফ বোর্ড জানিয়েছে, ইতিমধ্যে বহু মাজার মাদ্রাসা স্কুল ভাঙা পড়েছে। বহু সম্পত্তি সরকার উদ্ধার করেছে। তাই এই মাজারের কাছের সম্পত্তির মালিকানার বিষয়টি নিশ্চিত হয়েই বলা সম্ভব হবে।