পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর এক নক্ষত্রপতন। বিনোদন জগতের কালো দিন। সেই সঙ্গে গোটা দেশজুড়ে শোকের আবহ। দিকশূন্যপূরের দিকে পাড়ি দিয়েছেন কিংবদন্তী তিন শিল্পী। গত ৬ জানুয়ারি সরস্বতী পুজোর বিসর্জনের দিন সুরের জগতের মায়া কাটিয়ে অমৃতলোকে যাত্রা করেছেন কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর। সেই শোকের আবহ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। ফের গতকাল জীবনাবসান হল কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। আজ সকালে সুরের মায়া কাটিয়ে চলে গেলেন এক ভিন্নধর্মী ঘরানা সুরকার, শিল্পী, ডিক্সো কিং বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের এক হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে এই কিংবদন্তী শিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বাপ্পি লাহিড়ীর মৃত্যুর কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea )৷
বছর খানেক আগেই করোনা আক্রান্ত হন কিংবদন্তী শিল্পী। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। কিন্তু গত একমাস ধরে বিভিন্ন কারণে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ সোমবার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু এরপর মঙ্গলবার ফের অসুস্থ হওয়ায় তাঁকে জুহুর হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বাপ্পি লাহিড়ী। পরে থাকল তার সুর।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea ) কি-
এটা খুবই সাধারণ ঘুম সংক্রান্ত সমস্যা৷ তবে হয়ে উঠতে পারে মারাত্মক। এই রোগের কারণে নিঃশ্বাস- প্রশ্বাস থেমে গিয়ে ফের শুরু হয় আর এটা হয় ঘুমের সময়৷ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ঘটে যখন আপনার গলার পেশি মাঝে মাঝে শিথিল হয়ে যায়। এর ফলে ঘুমের মধ্যেই আপনার শ্বাসনালী ব্লক হয়ে যেতে পারে। এর প্রধান লক্ষণ হলো নাক ডাকা।
স্লিপ অ্যাপনেয়ার বিভিন্ন ধরণ হয়৷ এর মধ্যে সবচেয়ে কমন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া৷ গলার মাংসপেশি-র রিল্যাক্স ও ব্লক হয় ঘুমের সময়৷ এই রোগ থাকলে তার সবচেয়ে কমন সিম্পটম হল ঘুমের সময় নাক ডাকা৷
‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া ‘ র লক্ষ্মণ গুলি কি
দিনের বেলা অত্যধিক ঘুম ঘুম ভাব
ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ায় হঠাৎ জেগে ওঠা
হাঁপানি ও বা দম বন্ধ হয়ে যাওয়া
যে কোনো কাজে মনোযোগের অভাব
মেজাজ পরিবর্তন যেমন- বিষণ্নতা বা বিরক্তি
উচ্চ রক্তচাপ
লিবিডো কমে যাওয়া ইত্যাদি
‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া ‘- চিকিৎসা
এর রোগের চিকিৎসা হয়। ঘুমের মধ্যে এয়ারওয়েতে পজিটিভ প্রেসার তৈরি হয়৷ মাউথপিস থ্রাস্ট দিতে হয় নিচের চোয়ালে৷ কোনও কোনও ক্ষেত্রে চোয়ালের অপারেশনেও করতে হয়৷ স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা নির্ভর করে কোন কারণে এটি ঘটছে তা নির্ণয়ের মাধ্যমে। সাধারণত নাক, কান ও গলার কোনো গঠনগত ত্রুটি থাকার কারণে এ সমস্যা হলে সেটির পুনর্গঠনমূলক অস্ত্রোপচার (রিকনস্ট্রাকটিভ সার্জারি) করান চিকিৎসকরা। অনেকের আবার স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে স্লিপ অ্যাপনিয়া হয়। যা ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সারানো সম্ভব। তবে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা হয়ে থাকলে তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রণে রাখা যায়। আর চিকিৎসা করালে রোগীর জীবনে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। স্লিপ অ্যাপনিয়া রোগীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ঝুঁকি বাড়ে।