পুবের কলম, ওয়েবডেস্ক: ‘অশ্লীলতা, নগ্নতা, গালাগালি, বন্ধ হওয়া উচিৎ’, ওটিটি সেন্সরশিপের প্রশ্নে এই ভাবেই সরব হলেন বলিউড ভাইজান সলমন খান।
অভিনেতা বলেন, ‘আমি নিজে থেকে মনে করি, এই মাধ্যমে সেন্সরশিপ থাকা প্রয়োজন। কারণ অশ্লীলতা, নগ্নতা, গালাগালি, কুকথা, অশ্রাব্য ভাষণ, অন্তরঙ্গ দৃশ্য বন্ধ হওয়া উচিৎ। এমন অনেক অভিনেতাই আছেন যারা এই ধরনের কথা বলতে গিয়ে অস্বস্তি বোধ করেন’।
সলমন প্রশ্ন তোলেন, ‘চলচ্চিত্র ও টেলিভিশনের শো’গুলিকে যদি সেন্সর করা যায়, তাহলে ওটিটি সেন্সর করা যাবে না কেন’?
ফিল্ম ফেয়ার পুরস্কার অনুষ্ঠানে ওটিটি সেন্সরশিপ নিয়ে বলার সময় এই মন্তব্য করেন বলিউড তারকা। সলমন বলেন, ‘ভালো কাজের জন্য সব সময় সুন্দর স্বচ্ছ পরিবেশনা প্রয়োজন। কারণ স্বচ্ছ পরিবেশনা নির্মাতাদের আরও দর্শক বাড়াতে সাহায্য করে।’
সলমন বলেন, ‘১৫-১৬ বছর বাদে আপনার মেয়েও যদি পড়ার বাহানায় এই সব বলছে শোনেন তাহলে কি ভালো লাগবে? আমি মনে করি ওটিটির চিত্রনাট্যের দিকে নজরদারি রাখা উচিৎ। বিষয়বস্তু যত স্বচ্ছ হবে, ততই দর্শকের সংখ্যা আরও বাড়বে।’
সলমন আরও বলেন, ‘প্রণয়-চুম্বনের দৃশ্য, শরীর অনাবৃত করা আপনি সব কিছুই করে নিচ্ছেন, আর আপনি যখন আপনার আবাসনে ফিরছেন তখন সেই কন্টেন্ট দেখছেন আপনার নিরাপত্তারক্ষী। আমি নিরাপত্তার কারণে এটিকে ঠিক বলে মনে করি না। হিন্দুস্তানে থেকে অল্পকিছু ঠিক আছে, তাই বলে অত্যাধিক বেশি কিছুও ভালো নয়। তবে আগের থেকে পরিস্থিতি ঠিক হয়েছে। আমরা ভারতে থাকি। এটা আমাদের কখনই ভুলে যাওয়া উচিৎ নয়। সব কিছুর একটা সীমা আছে, তা অতিক্রম করা সঠিক কাজ নয়।’
উল্লেখ্য, সামনেই ইদে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘কিসি ভাই কিসি কা জান’। তাঁর প্রচারে ব্যস্ত গোটা টিম। খুব শীঘ্রই কলকাতায় আসছেন অভিনেতা। অভিনয় করেছেন ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, ভূমিকা চাওলা এবং জগপতি বাবু।