৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

OBC CASE: শেখ, মল্লিক, মোল্লারা ওবিসি কিনা যাচাই করতে সম্পন্ন হল জনশুনানি

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 19

পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের বেশ কিছু সম্প্রদায়ের ‘অন্যান্য অনগ্রসর সম্প্রদায়’ বা ওবিসি সার্টিফিকেট (OBC CASE) বাতিল করে। পদ্ধতিগত সমস্যার কথা জানানো হয়। এরই প্রেক্ষিতে সেই সম্প্রদায়গুলির তরফে ফের আর্জি জানানো হয়। এবার এমন কিছু সম্প্রদায় ওবসি তালিকাভুক্ত হবেন কিনা তা যাচাই করতে জনশুনানির আয়োজন করে ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি আয়োগ’ বা ওবিসি কমিশন (OBC CASE)।

জনশুনানি নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন। অনগ্রসর শ্রেণি আয়োগ বা কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে জানানো হয়েছিল যে, ২৯ এপ্রিল দুপুরে ‘আদিবাসী ভবন’-এ (প্রেমিসেস নং ২২২১, অ্যাকশন এরিয়া ৩এ, রাজারহাট, নিউটাউন, কোলকাতা- ৭০০১৬০) একটি জনশুনানির আয়োজন করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি মোতাবেক মঙ্গলবার জনশুনানিতে ‘শেখ, মল্লিক, মোল্লা, খান (মুসলিম), ভাটিয়া (মুসলিম)’ সম্প্রদায়গুলির ‘অন্যান্য অনগ্রসর শ্রেণিতে’ অন্তর্ভুক্তিকরণের আবেদনের পর্যালোচনা করা হয়।

 

এইসব সম্প্রদায়ের প্রতিনিধি, অন্যান্য আগ্রহী ব্যক্তিকে এই জনশুনানিতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে, আজ বুধবার ৩০ এপ্রিল একই জায়গায় বোসনি, গুরুং, খাস, মিদ্দে, মন্ডল (মুসলিম) সম্প্রদায়ের জন্য সুনানি হবে। জানা গিয়েছে, এই শুনানির পরেই ঠিক হবে ‘শেখ, মল্লিক, মোল্লা, খান (মুসলিম), ভাটিয়া (মুসলিম)’ সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত (OBC CASE) হবেন কিনা।

এ নিয়ে কমিশনের সদস্য-সচিব জানান, অনগ্রসর শ্রেণি দফতর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। মানুষের বক্তব্য শোনা হয়েছে। অন্যদিকে শুনানিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই কয়েকজনের বক্তব্য, আর্থিক অবস্থা, শিক্ষা, আয় ইত্যাদি জানানো হয়েছে। একজন বলেন, সমাজে বাল্যবিবাহের চল আছে কিনা, মানুষ কি কাজের সঙ্গে যুক্ত ইত্যাদি নিয়েই জনাতে চেয়েছে কমিশন।

জানা গিয়েছে, মঙ্গলবার যে পাঁচটি সম্প্রদায়ের শুনানি হয়েছে, প্রায় সব সম্প্রদায়ের মধ্য থেকে কমবেশি ২০-৩০ জন করে অংশগ্রহণ করেন। তবে মোল্লা’দের ৮০ জন, মল্লিক সম্প্রদায়ের ৩০জন, ভাটিয়া (মুসলিম) সম্প্রদায়ের ১৭ জনের মতো প্রতিনিধি শুনানিতে অংশগ্রহণ করেন। খান (মুসলিম) সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন ২২ জন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

OBC CASE: শেখ, মল্লিক, মোল্লারা ওবিসি কিনা যাচাই করতে সম্পন্ন হল জনশুনানি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের বেশ কিছু সম্প্রদায়ের ‘অন্যান্য অনগ্রসর সম্প্রদায়’ বা ওবিসি সার্টিফিকেট (OBC CASE) বাতিল করে। পদ্ধতিগত সমস্যার কথা জানানো হয়। এরই প্রেক্ষিতে সেই সম্প্রদায়গুলির তরফে ফের আর্জি জানানো হয়। এবার এমন কিছু সম্প্রদায় ওবসি তালিকাভুক্ত হবেন কিনা তা যাচাই করতে জনশুনানির আয়োজন করে ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি আয়োগ’ বা ওবিসি কমিশন (OBC CASE)।

জনশুনানি নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন। অনগ্রসর শ্রেণি আয়োগ বা কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে জানানো হয়েছিল যে, ২৯ এপ্রিল দুপুরে ‘আদিবাসী ভবন’-এ (প্রেমিসেস নং ২২২১, অ্যাকশন এরিয়া ৩এ, রাজারহাট, নিউটাউন, কোলকাতা- ৭০০১৬০) একটি জনশুনানির আয়োজন করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি মোতাবেক মঙ্গলবার জনশুনানিতে ‘শেখ, মল্লিক, মোল্লা, খান (মুসলিম), ভাটিয়া (মুসলিম)’ সম্প্রদায়গুলির ‘অন্যান্য অনগ্রসর শ্রেণিতে’ অন্তর্ভুক্তিকরণের আবেদনের পর্যালোচনা করা হয়।

 

এইসব সম্প্রদায়ের প্রতিনিধি, অন্যান্য আগ্রহী ব্যক্তিকে এই জনশুনানিতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে, আজ বুধবার ৩০ এপ্রিল একই জায়গায় বোসনি, গুরুং, খাস, মিদ্দে, মন্ডল (মুসলিম) সম্প্রদায়ের জন্য সুনানি হবে। জানা গিয়েছে, এই শুনানির পরেই ঠিক হবে ‘শেখ, মল্লিক, মোল্লা, খান (মুসলিম), ভাটিয়া (মুসলিম)’ সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত (OBC CASE) হবেন কিনা।

এ নিয়ে কমিশনের সদস্য-সচিব জানান, অনগ্রসর শ্রেণি দফতর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। মানুষের বক্তব্য শোনা হয়েছে। অন্যদিকে শুনানিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই কয়েকজনের বক্তব্য, আর্থিক অবস্থা, শিক্ষা, আয় ইত্যাদি জানানো হয়েছে। একজন বলেন, সমাজে বাল্যবিবাহের চল আছে কিনা, মানুষ কি কাজের সঙ্গে যুক্ত ইত্যাদি নিয়েই জনাতে চেয়েছে কমিশন।

জানা গিয়েছে, মঙ্গলবার যে পাঁচটি সম্প্রদায়ের শুনানি হয়েছে, প্রায় সব সম্প্রদায়ের মধ্য থেকে কমবেশি ২০-৩০ জন করে অংশগ্রহণ করেন। তবে মোল্লা’দের ৮০ জন, মল্লিক সম্প্রদায়ের ৩০জন, ভাটিয়া (মুসলিম) সম্প্রদায়ের ১৭ জনের মতো প্রতিনিধি শুনানিতে অংশগ্রহণ করেন। খান (মুসলিম) সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন ২২ জন।