পুবের কলম ওয়েবডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় নিজের নগ্নতা দেখিয়ে প্রবল সমালোচনার মুখে বলিউড অভিনেতা রণবীর সিং। টলি থেকে বলিপাড়া, সর্বত্র আলোড়ন পড়ে গিয়েছে। টলিপাড়ার অনেকে বলছেন, কোনও মহিলা যদি এমনটা করত তাহলে কি হত? রণবীর পুরুষ বলে কি ছাড় পেয়ে যাবেন? অনেকে আবার বলছেন, রণবীর যা করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। খুদে থেকে বুড়ো তাঁর অনেক অনুগামী রয়েছে। তাঁদের কাছে খুব খারাপ একটা বার্তা গেল। বিশেষকরে ছোটদের কাছে। এই পরিস্থিতিতে বিতর্কের পাশাপাশি আইনি গেড়োতেও জড়ালেন রণবীর। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে মুম্বই পুলিশে এফআইআর দায়ের হয়েছে। নিজের নগ্ন ফটোশ্যুট করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রণবীর। আর তা নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় রণবীরকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। আর এবার তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। মুম্বইয়ের শ্যাম মানগারাম ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চেম্বুর থানায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপরই পুলিশ রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ (অশ্লীল পুস্তক বিক্রি), ২৯৩ (যুব সম্প্রদায়ের মধ্যে অশ্লীল বস্তু বিক্রি), ৫০৯ (শধ– অঙ্গভঙ্গি বা মহিলাদের শালীনতাকে অসম্মান করার অভিপ্রায়ে কাজ) এবং তথ্য ও সম্প্রচার আইনে বিধি-নিষেধ ধারায় এফআইআর দায়ের করা হয়। চেম্বুর থানার এক আধিকারিকের থেকে এমনটাই জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, একটি ম্যাগাজিনের দৌলতে হওয়া এই নগ্ন ফটোশ্যুটটি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোটা টাকা উপার্জনের জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে দাবি করা হয়েছে, অভিনেতা রণবীর সাধারণভাবে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন এবং নিজের এই ফটোশ্যুটের মাধ্যমে মহিলাদের সম্ভ্রমে আঘাত করেছেন।
জানা গিয়েছে, একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করেছিলেন রণবীর। সেই ছবিই গচ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন রণবীর। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে যায়। নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে। এনজিও’র পাশাপাশি এক মহিলা আইনজীবীও চেম্বুর থানায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, এই ধরনের ফটোশ্যুট করে রণবীর মহিলাদের শালীনতা ও সম্ভ্রমকে অসম্মান করেছেন। অভিযোগকারী সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই ধরনের কাজের কড়া প্রতিবাদ হওয়া উচিত। আর এখনই যদি সেটা করা না হয়, তাহলে কোনও দ্বিতীয় ও তৃতীয় র্যাঙ্কের অভিনেতাও এই একই পথ অবলম্বন করবে সস্তার প্রচার পাওয়ার জন্য, যার পরিণাম অত্যন্ত খারাপ হবে।
রণবীরের বিরুদ্ধে নাগরিক সমাজ থেকেও প্রতিবাদ হচ্ছে। মধ্যপ্রদেশের ইন্দারে রণবীরের জন্য চলছে পোশাক বিতরণ কর্মসূচি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে রাস্তার পাশে একটি বাক্স রাখা রয়েছে। তার গাছে রণবীরের এই নগ্নছবি সেঁটে দেওয়া হয়েছে। আর সেই বক্সের গায়ে লেখা রণবীরের জন্য পোশাক বিতরণ করুন। সেইমতো প্রতিবাদকারীরা সেই বাক্সে পোশাক ফেলছেন। ভাবখানা এরকম, রণবীরের জামা-কাপড়ের ‘খুব অভাব’। তাই তাঁরা তাঁদের ‘প্রিয়’ অভিনেতার জন্য পোশাক সংগ্রহ করছেন। তবে কিছু অভিনেতা, অভিনেত্রী আবার রণবীরকে সমর্থনও করেছেন। অভিনেত্রী আলিয়া ভাট বলেছেন, রণবীর আমার অত্যন্ত পছন্দের। আমাদের উচিত তাঁকে ভালবাসা। তাঁর নগ্নতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেটাই বিরক্তিকর। আমি রণবীরের এই কাজের মধ্যে নেতিবাচক কিছু দেখছি না।