পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত পোখরানে পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর বিজ্ঞানী আর চিদম্বরম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮। শনিবার সকালে মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বলা বাহুল্য, চিদাম্বরম ১৯৭৫ এবং ১৯৯৮ সালের পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবেও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুনঃ তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৬
বিজ্ঞানী চিদম্বরমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘রাজাগোপাল চিদম্বরমের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দেশের পরমাণু গবেষণার অন্যতম কারিগর ছিলেন তিনি। আগামী প্রজন্মের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।