কলকাতাSunday, 16 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবার Whats App-এর এক ক্লিকেই দেওয়া যাবে সম্পত্তি কর, মিউটেশন থেকে ট্রেড লাইসেন্স ফি জমা

mtik
January 16, 2022 11:59 am
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ এবার আরও সহজ হয়ে গেল সম্পত্তিকর– মিউটেশন থেকে ট্রেড লাইসেন্স ফি প্রদান করা। তার জন্য হোয়াটস অ্যাপ চ্যাট বট ব্যবস্থা চালু করল কলকাতা পুরসভা। এ ছাড়া এই হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমে নতুন আধার কার্ডের আবেদন ও ভুল সংশোধন করার আবেদনও করতে পারবেন নাগরিকরা। শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই ঘোষণা করেন। গোটা পরিষেবাটির নেতৃত্বে থাকছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (আইটি) সন্দীপন সাহা।

নতুন হোয়াটস অ্যাপ নম্বরটি হল ৮৩৩৫৯৯৯১১১। এই নম্বরের চ্যাট বটে কর মূল্যায়ন নম্বর দিলেই বিস্তারিত দেখা যাবে। এর পর কর প্রদানের জন্য ডিমান্ড জেনারেট করলেই একটি পেমেন্ট লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে টাকা জমা করতে পারবেন নাগরিকরা। একইভাবে ট্রেড লাইসেন্স ফি দেওয়া যাবে। মিউটেশনের কাজও হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমেই করা যাবে। আগে পেমেন্ট গেটওয়ে একটি ছিল এখন তা বাড়ানো হয়েছে। এই বটে প্রতি ঘণ্টায় ৬ জনের আবেদন নেওয়া হবে। যাঁরা নতুন আধার কার্ড করতে বা ভুল সংশোধন করতে চান তাঁরাও এই নম্বরে আবেদন করতে পারবেন।

এই পরিষেবা প্রসঙ্গে সন্দীপন সাহা জানান– হোয়াটসঅ্যাপ চ্যাট বট হল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার। যা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে চলে। চ্যাট ইন্টারফেসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করলে স্বয়ংক্রিয় উত্তর পাওয়া যায়। যা প্রকৃত মানুষের সঙ্গে কথা বলার মতোই। নির্দিষ্ট নম্বরে মেসেজের মাধ্যমে আধার কার্ডের জন্য আবেদন– ভুল সংশোধন– সম্পত্তি কর– মিউটেশন থেকে ট্রেড লাইসেন্স ফি জমা দিতে পারবেন।

উল্লেখ্য– ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমে ডেথ ও বার্থ সার্টিফিকেট আবেদন করা চালু করেছে কলকাতা পুরসভা। করোনা টিকা বুকিং করতেও এই পদ্ধতি নেওয়া হয়েছিল। এবার থেকে এই বটের মাধ্যমে এক ক্লিকেই নগরবাসী তাঁর সম্পত্তিকর প্রদান করতে পারবেন। বকেয়া কত জানতে পারবেন।