এবার পার্থ প্রসঙ্গে মুখ খুললেন মদন

- আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। গতকালই পার্থকে মন্ত্রিত্ব সহ তৃণমূলের সব পদ থেকে বহিষ্কারের কথা একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক আরও জানিয়ে দেন, বিচার চলাকালীন এই নির্দেশই বজায় থাকবে। নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার দলে ফেরতের রাস্তা খোলা থাকল।
এদিকে পার্থর গ্রেফতারির পর থেকে কোনও দিনই মন্তব্য করতে দেখা যায়নি মদন মিত্রকে। গতকাল পার্থকে তৃণমূলকে সব পদ থেকে অপসারণ করার পরে এবার মুখ খুললেন মদন। মদন বলেন, পার্থ পাপ করেছে। এত মানুষের চোখের জল পড়েছে। আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি। তবে অর্পিতা যে কোনও অসুবিধার মধ্যে আছে সে কথা আমাকে কোনওদিন বলেনি। অর্পিতা আমার পরিচিত, ও আমার এলাকার ভোটার। রাতের অন্ধকারে কে কি করছে সেটা আমার জানার কথা নয়। তবে শুনেছি অর্পিতা, পার্থ’র খুব ঘনিষ্ঠ ছিল। সব সময় পার্থদা, পার্থদা করত।