কলকাতাWednesday, 13 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবার বাস রুটের হদিশ দেবে গুগল, জানুন কিভাবে

mtik
April 13, 2022 8:11 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: রাস্তা বা বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষার দিন শেষ। বাস কখন আসবে, কোন বাসে যাওয়া যাবে গন্তব্যস্থল বা ভাড়া কত, ইত্যাদি প্রশ্ন নিয়ে আর যাত্রীদের ভারতে হবে না। এবার গুগল ম্যাপ দেবে বাসের হদিশ। বাসের রিয়েল টাইম অবস্থান ট্র্যাক করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। সহযোগিতার হাত বাড়িয়েছে গুগল ম্যাপ।

এবার একজন যাত্রীকে গুগল ম্যাপে শুধু টাইপ করতে হবে ‘বাস বিটুইন’ আর দুটি বাস স্ট্যান্ডের নাম লিখতে হব। তাতে সব হদিশ দেবে গুগল। সংশ্লিষ্ট রুটের বাস সময় ও ভাড়া সংক্রান্ত সব কিছুই বলে দেবে গুগল ম্যাপ। শুধু তাই নয়, সংশ্লিষ্ট দুটি বাস স্টপের মধ্যে উপলব্ধ বিভিন্ন বাসের বিকল্পগুলিও খুঁজে পেতে সহায়তা করবে গুগল ম্যাপ।

এ নিয়ে রাজ্য পরিবহণ নিগমের এমডি রাজনভীর সিং কাপুর বলেন, এই রিয়েল টাইম ট্র্যাকিং শহরের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীদের সাহায্য করবে। কয়েক বছর আগে থেকে শুধুমাত্র জিপিএস-এ এমন ব্যবস্থা চলমান ছিল এখন সিস্টেমটি ইটিএম ব্যাকড-এ রূপান্তরিত হচ্ছে যার দুটি উদ্দেশ্য থাকবে: প্রথমত বাস ট্র্যাকিং এবং টিকিটিং নিরীক্ষণে সহায়তা করা।

গুগল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মি. বিজয় কুমার ধাতওয়ালিয়া বলেছেন, নতুন পদ্ধতি সমস্ত বাসযাত্রীদের জন্য বাসের লাইভ অবস্থান দেখতে খুব সহায়ক হবে এবং তারা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। এটি বাসের লাইভ অবস্থান এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার বৃদ্ধির কারণে রাজ্য পরিবহণ নিগমের পরিষেবা ও রাজস্ব বৃদ্ধিকেও সাহায্য করবে।