ডিএ নিয়ে নবান্নে বৈঠকে কিছুই হল না, মন্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী কর্মীদের

- আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 7
সুমিত দে, কলকাতাঃ ডিএ দাবিতে আন্দোলন চলছে গত কয়েকমাস ধরে শহিদ মিনারে। হাইকোর্টের নির্দেশে আন্দোলনকারীদের সঙ্গে শুক্রবারই বৈঠকে বসে রাজ্য সরকার। কিন্তু সেই বৈঠক শেষে বেরিয়ে ডিএ আন্দোলনকারীদের দাবি, বৈঠক সফল নয়। এই দাবিতেই ফের বিক্ষোভ শুরু হল শহিদ মিনারে ধরনা মঞ্চে।
শুক্রবার বিকেলে বৈঠক ছিল নবান্নের ১৩ তলায়। সেখানে হাজির ছিলেন যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। ডেপুটেশনও জমা দেন তাঁরা। বৈঠক শেষ হওয়ার পর ধরনা মঞ্চে ফের শুরু হয়েছে বিক্ষোভ। মোবাইলের আলো জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মঞ্চের সদস্য সরকারি কর্মীরা। ফের মহামিছিলের ডাক দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন ডিএ আন্দোলনকারীরা।
শুক্রবার নবান্নে ১৩ তলায় সাড়ে ৪টে থেকে সাড়ে ৫টা ১০ পর্যন্ত প্রায় এক ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব ও স্বরাষ্ট্র সচিব। কিন্তু বৈঠক শেষে প্রতিনিধিরা বেরিয়ে জানিয়েছেন, বৈঠক সফল হয়নি। তাঁরা ৩৬ শতাংশ হারে যে মহার্ঘ ভাতা চেয়েছিলেন, সরকার তা দিতে রাজি নয়।
সরকারের তরফ থেকে তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারের কোষাগারে নেই যথেষ্ট টাকা। আরও বলা হয়েছে, একাধিক সরকারি প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার, তাই এই মুহূর্তে সহানুভূতিশীল হয়েও ডিএ দিতে পারবে না রাজ্য সরকার। যদিও ডিএ আন্দোলনকারীরা আগেও দাবি করেছেন, কেন্দ্র থেকে আসা টাকার সঙ্গে ডিএ দেওয়ার টাকার কোনও সম্পর্ক নেই।
আন্দোলনরত সরকারি কর্মীরা জানিয়েছেন, আগামী ৬ মে মহামিছিল হবে শহর জুড়ে। হরিশচন্দ্র স্ট্রিট থেকে কালীঘাট পর্যন্ত এই মিছিল হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন DA আন্দোলনকারী কর্মীরা। পাশাপাশি ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী কর্মীরা।
সংগ্রামী যৌথ মঞ্চের আহবায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘সরকারের সদিচ্ছা থাকলে বৈঠক সফল হত। ৮৫ দিন পরেও রাজ্য সরকার আমাদের সঙ্গে প্রতারণা করল।এর জবাব রাজ্য সরকারকে দেওয়া হবে।’