পুবের কলম, ওয়েবডেস্কঃ কোনও শক্তিই আর জম্মু কাশ্মীরে ৩৭০ ফেরাতে পারবে না। শুক্রবার কাশ্মীরের ৩৭০ ধারাকে মহারাষ্ট্রের ভোট প্রচারে ইস্যু করলেন নরেন্দ্র মোদি। অনেকে বলছেন, সচেতনভাবে তিনি এটি করছেন। যাতে এই ইস্যুতে এক ঢিলে বহু পাখি মারা যায়। শুক্রবার মহারাষ্ট্রের ধুলে থেকে মোদি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, তারা জম্মু ও কাশ্মীরে সংবিধানকে বাতিল করার ছক করছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘যে মুহূর্তে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট জম্মু-কাশ্মীরে সরকার গড়ার সুযোগ পেল, সেই মুহূর্ত থেকেই তারা কাশ্মীরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল!’ মোদি আরও বলেন, ‘দু’দিন আগেই তারা জম্মু-কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছে। সেই প্রস্তাবে কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা ফেরানোর দাবি তোলা হয়েছে।’ মোদির দাবি, জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা সংক্রান্ত যে প্রস্তাব বুধবার পাস করা হয়েছে, দেশবাসী তা মানবে না।
Read More: ‘মিছামি দুক্কদম’ বলে অবসর নিলেন চন্দ্রচূড়
এদিন দেশবাসীর উদ্দেশে মোদি আরও বলেন, ‘দেশ কি এটা বরদাস্ত করবে? যখন একজন বিজেপি বিধায়ক এর প্রতিবাদ করছিলেন, তখন তাঁকে বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়। কংগ্রেস ও তাদের জোটসঙ্গীদের স্বরূপ আসলে কেমন, সেটা সারা দেশকে বুঝতে হবে।’ মহাজুটির হয়ে ভোট প্রচারে প্রধানমন্ত্রী কংগ্রেস এবং তাদের মিত্রদের উদ্দেশে বলেন, ‘পাক এজেন্ডা সমর্থন করা উচিত নয়, তারা বিচ্ছিন্নতাবাদীদের ভাষা ব্যবহার করছে। কিন্তু যতদিন জনগণের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে, ততদিন এই এজেন্ডা সফল হবে না।’ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা জম্মু-কাশ্মীর থেকে বাবাসাহেব আম্বেদকরের সংবিধান ছুড়ে ফেলতে চাইছে।
1 Comment
Pingback: আমেরিকায় গিয়ে জো নেশানহুডের ডাক দিয়ে বিতর্কে মিজোরামের মুখ্যমন্ত্রী – Puber Kalom – Bengali News Daily