কর্নাটকে আমুল বয়কট করার দরকার নেই, মন্তব্য ভূপেন্দ্র প্যাটেলের
ইমামা খাতুন
- আপডেট :
১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 10

পুবের কলম,ওয়েবডেস্ক: দক্ষিণের রাজ্যে আমুলকে বয়কট করার কোনও দরকার নেই। কর্নাটকে ‘আমুল বনাম নন্দিনী’ বিতর্কের মাঝে এমনটাই জানালেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
উল্লেখ্য, দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে দেশবাসীর ভরসা ব্র্যান্ড আমুল। কর্নাটকে ভোটের বাজারে পৌঁছে গিয়েছে আমুল। ১০ মে কর্নাটকে ভোট গ্রহণ, তার আগেই আমুলকে নিয়ে তরজায় জড়িয়েছে হাত ও পদ্মফুল শিবির। সম্প্রতি গুজরাতের আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড অর্থাৎ আমুল জানিয়েছে, তারা কর্নাটকে ব্যবসা শুরু করতে চলেছে। বেঙ্গালুরুতে আমুলের দুধ ও দুগ্ধজাত পণ্য অনলাইনে সরবরাহ করা হবে।
অভিযোগ উঠছে, কর্নাটকে সরকারের নিজস্ব সংস্থা নন্দিনীকে ধ্বংস করতেই নাকি বিজেপি এমন ফন্দি এঁটেছে। বাজারে আমুল প্রোডাক্ট আনতে নন্দিনীর ঘাটতি তৈরি হবে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কর্নাটকের বাসভরাজ বোমাই-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আমুল থেকে নন্দিনীর জন্য কোনও হুমকি নেই এমনটাই জানিয়েছে তারা।
এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্যাটেল আরও বলেন, সুরাতকে আমরা আরও উন্নত করতে চাই। তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। এই শহরগুলিতে বিদ্যুৎ ও জলের চাহিদা বেড়েছে। তার জন্য আমরা পুনর্ব্যবহার যোগ্য শক্তির প্রচলন করছি।
ব্যবসায়িক কার্যকলাপ ও সাধারণ মানুষের জন্য জল অত্যাবশ্যকীয়। সেই ঘাটতি মেটাতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আর সব থেকে বড় কথা গুজরাত প্রাকৃতিক চাষের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। আর প্রাকৃতিক চাষই এগিয়ে যাওয়ার পথ বলে জানান তিনি।