৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আর দেরি নয়, দ্রুত পার্কসার্কাস বাজার খালি করার নির্দেশে চিঠি পুরসভার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
  • / 5

পুবের কলম প্রতিবেদক: পার্ক সার্কাস বাজার যেন মরণ ফাঁদ। তিনতলা বিল্ডিং এই বাজার চারিদিক থেকে ধুঁকে পড়ছে। এই অবস্থায় বাজার সংস্কারে বারবার বাঁধা সাধছিল ব্যবসায়ী ইউনিয়নের পক্ষ থেকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তবে আর সময় দেওয়া হবে না, ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করতে চেয়ে পার্কসার্কাস বাজার কমিটিকে চিঠি দিল কলকাতা পুরসভা। মেরামতের কাজ চলাকালীন ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

পুরসভার বাজার বিভাগ সূত্রে খবর,, বাজারটির পশ্চিম দিকের একটি অংশ ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে। যে কারণে ওই অংশে ব্যবসায়ীরা কয়েকদিন বসতে পারবেন না। এই তিনতলা বাজারে প্রায় সাড়ে চারশো ব্যবসায়ী রয়েছেন।

বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য শেখ ফজল ইউসুফ জানিয়েছেন, প্রথমে যে অংশটি ভাঙা হবে সেখানে প্রায় ৮০ জন ব্যবসায়ী রয়েছেন। মুদি, কাপড়, কাগজ এবং বরফের দোকান রয়েছে। পর্যায়ক্রমে বাজারটিকে মেরামত করা হবে।

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি বলেন, পুরসভা তিনবছর আগে ওই বাজার সংস্কারের জন্য কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলেছিল। কিন্তু ব্যবসায়ীরা রাজি হননি। তবে নিজেদের নিরাপত্তার জন্যই তাঁদের রাজি হতে হবে।’ তিনি আরও বলেন, ‘মেয়রের নির্দেশে পার্কসার্কাস বাজারসহ-বেশ কিছু বাজার সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলাম। দ্রুত কয়েকটি বাজারে সংস্কার প্রয়োজন। সমস্ত বাজারগুলো মেয়রের নির্দেশে সমীক্ষা করা হবে এবং তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার নিজস্ব বাজার এবং শহরের বেসরকারি মালিকানাধীন বাজার সব বাজারেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। পুরসভার নিজস্ব বাজারের বিপদজনক অংশ তড়িঘড়ি মেরামতি করা হবে। বেসরকারি বাজারগুলিকেও সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ করতে চিঠি দেবে কলকাতা পুরসভা।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর দেরি নয়, দ্রুত পার্কসার্কাস বাজার খালি করার নির্দেশে চিঠি পুরসভার

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: পার্ক সার্কাস বাজার যেন মরণ ফাঁদ। তিনতলা বিল্ডিং এই বাজার চারিদিক থেকে ধুঁকে পড়ছে। এই অবস্থায় বাজার সংস্কারে বারবার বাঁধা সাধছিল ব্যবসায়ী ইউনিয়নের পক্ষ থেকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তবে আর সময় দেওয়া হবে না, ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করতে চেয়ে পার্কসার্কাস বাজার কমিটিকে চিঠি দিল কলকাতা পুরসভা। মেরামতের কাজ চলাকালীন ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

পুরসভার বাজার বিভাগ সূত্রে খবর,, বাজারটির পশ্চিম দিকের একটি অংশ ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে। যে কারণে ওই অংশে ব্যবসায়ীরা কয়েকদিন বসতে পারবেন না। এই তিনতলা বাজারে প্রায় সাড়ে চারশো ব্যবসায়ী রয়েছেন।

বাজারের ব্যবসায়ী সমিতির সদস্য শেখ ফজল ইউসুফ জানিয়েছেন, প্রথমে যে অংশটি ভাঙা হবে সেখানে প্রায় ৮০ জন ব্যবসায়ী রয়েছেন। মুদি, কাপড়, কাগজ এবং বরফের দোকান রয়েছে। পর্যায়ক্রমে বাজারটিকে মেরামত করা হবে।

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি বলেন, পুরসভা তিনবছর আগে ওই বাজার সংস্কারের জন্য কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলেছিল। কিন্তু ব্যবসায়ীরা রাজি হননি। তবে নিজেদের নিরাপত্তার জন্যই তাঁদের রাজি হতে হবে।’ তিনি আরও বলেন, ‘মেয়রের নির্দেশে পার্কসার্কাস বাজারসহ-বেশ কিছু বাজার সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলাম। দ্রুত কয়েকটি বাজারে সংস্কার প্রয়োজন। সমস্ত বাজারগুলো মেয়রের নির্দেশে সমীক্ষা করা হবে এবং তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার নিজস্ব বাজার এবং শহরের বেসরকারি মালিকানাধীন বাজার সব বাজারেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। পুরসভার নিজস্ব বাজারের বিপদজনক অংশ তড়িঘড়ি মেরামতি করা হবে। বেসরকারি বাজারগুলিকেও সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ করতে চিঠি দেবে কলকাতা পুরসভা।’