পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। নির্বাচনের ফলাফলের ট্রেন্ড বলছে, দিল্লিতে বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ২৭ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ফিরছে গেরুয়া শিবির। ইতিমধ্যে আনন্দে মেতেছে বিজেপি নেতা-কর্মীরা। একপ্রকার জয় নিশ্চিত হতেই এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, এই জয় বিকাশ ও সুশাসনের। এদিন এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লেখেন, ‘জনশক্তিই সবার উর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাই-বোনকে আমার অভিনন্দন। আপনারা যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই।’
Jana Shakti is paramount!
Development wins, good governance triumphs.
I bow to my dear sisters and brothers of Delhi for this resounding and historic mandate to @BJP4India. We are humbled and honoured to receive these blessings.
It is our guarantee that we will leave no…
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
Read More: কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী?
দিল্লিবাসীর উন্নয়নে কোনও ত্রুটি হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দিল্লির সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখব না। একইসঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ বিজেপির সকল কর্মী-সমর্থককে ধন্যবাদও জানিয়ে তিনি।