‘ক্রেতাদের থেকে সহযোগিতা নেই’, যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারে সাফাই ব্যবসায়ীদের

- আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: যথেচ্ছ প্লাস্টিক ব্যবহার রুখতে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা। আপাতত কয়েক মাস আবেদন নিবেদন নীতি নিয়েই চলতে চায় পুর প্রশাসন, তবে এরপরেও কাজ না হলে প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুধুতাই নয়, খুব শীঘ্রই জরিমানাও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
এদিকে নতুন এই ব্যবস্থায় বেশিরভাগ সময়েই ক্রেতাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে মেয়রের বক্তব্য, বহুকাল থেকে যেহেতু একটা ব্যবস্থায় মানুষ অভ্যস্ত হয়ে উঠেছিল, তাই সেটা ছাড়তে কিছুটা সময় লাগছে। তবে ধীরে ধীরে মানুষ সঠিকটাকেই গ্রহণ করবে বলে আশাবাদী মেয়র।
সোমবার নিউমার্কেট চত্বরে একাধিক জায়গায় দেখা যায় ৭৫ মাইক্রনের নিচে বিকোচ্ছে প্ল্যাস্টিকের তৈরি জিনিস। সেক্ষেত্রে ব্যবসায়ীদের প্রশ্ন করা হলে তাঁদের অভিযোগ, তাঁরা ব্যবহার উপযুক্ত প্লাস্টিক রাখলেও ক্রেতাদের অনুরোধে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক রাখতে হচ্ছে। ক্রেতাদের তরফ থেকে বারবার থার্মোকলের তৈরি পাত্র রাখার আবেদন জানানো হচ্ছে।
এ প্রসঙ্গে স্বপন সমাদ্দারের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, মানুষের দীর্ঘদিনের অভ্যাস হয়ে গিয়েছে এই ধরনের প্লাস্টিক ব্যবহারের। তাই এই অভ্যাস বদলাতে কিছুটা সময় লাগবে। তবে এই ধরনের প্লাস্টিক থার্মোকল সহ ক্ষতিকারক প্লাস্টিক নিষিদ্ধ করতে হলে রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারকেই কড়া পদক্ষেপ নিতে হবে।