আগামী কদিন দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপপ্রবাহ, জারি হলুদ সতর্কতা

- আপডেট : ১ এপ্রিল ২০২৪, সোমবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। তাপপ্রবাহ বাড়ার পাশাপাশি বেশকিছু সর্তকা জারি করেছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, তাপপ্রবাহ চলাকালীন বেশিক্ষণ বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হালকা সুতির জামার সঙ্গে মাথায় টুপি পরতে বলা হয়েছে। সারা দিনে প্রচুর পরিমাণ জল খাওয়ার কথাও বলা হয়েছে।
জানা গিয়েছে, আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ তারিখ অবধি জারি করা হয়েছে হলুদ সতর্কতা।